নিজস্ব প্রতিবেদন : রাশিয়া বিশ্বকাপের 'দশমী'র ঠিক আগে রাশিয়াকে দরাজ সার্টিফিকেট দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ইনফান্তিনো উচ্ছ্বসিত রাশিয়ার বিশ্বকাপ আয়োজন নিয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - ২০২২ সালে শীতে বিশ্বকাপ, জানাল ফিফা


শুক্রবার মস্কোয় বিশ্বকাপ শেষের সাংবাদিক সম্মেলনে ফিফা প্রেসিডেন্ট জানান, "আগেই বলেছিলাম এ বারই সেরা বিশ্বকাপ হতে যাচ্ছে। অনেকে আমার কথা বিশ্বাসই করতে চাননি। এখন সেই কথা জোর দিয়ে বলছি। আমরা চেয়েছিলাম, এই বিশ্বকাপকে সবার সেরা করে তুলতে। আর এখন বলতে পারি, এটাই সেরা বিশ্বকাপ হয়েছে।"



রাশিয়া বিশ্বকাপেই প্রথমবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা 'ভার' প্রযুক্তির প্রয়োগ হয়েছে। ইনফান্তিনোর কথায় 'ভার' সুপারহিট। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি খুব খুশি যে, ভার নিয়ে এতদিন কেউ কোনও প্রশ্ন তোলেনি। তার মানে, নতুন প্রযুক্তি ঠিকঠাক কাজ করছে। শুধু ঠিকঠাক না, ভালোভাবে করছে। এখন পর্যন্ত ৬২টি ম্যাচে ৪৪০ বারের বেশি সিদ্ধান্ত চেক করেছেন রেফারি। ১৯ বার রিভিউ করা হয়েছে।যার মধ্যে ১৬ বার সিদ্ধান্ত বদল করতে হয়েছে। এটাই উন্নতি।"



বিশ্বকাপ শুরুর আগে আইসিস জঙ্গি হানার হুমকি ছিল। ব্রিটিশ মিডিয়ায় দাবি করা হয়েছিল, বর্ণবৈষম্যমূলক ঘটনা ঘটতে পারে রাশিয়া। বাস্তবে তেমন কিছুই হয়নি। ফিফা প্রেসিডেন্টের কথায়,"বিশ্ববাসী রাশিয়াকে ভালবেসে ফেলেছে। প্রত্যেকে এক সুন্দর দেশকে আবিষ্কার করল। শুধু সুন্দর নয়, রুশদের মধুর অভ্যর্থনায় প্রত্যেকে মুগ্ধ। অথচ এত দিন ধরে কত কী বলা হয়েছে ওদের সম্পর্কে। সে সব যে ভুল আর মিথ্যে কথা, সেটা প্রমাণ করার একটা আলাদা তাগিদও এখানকার মানুষের মধ্যে লক্ষ্য করলাম।"