২০২২ সালে শীতে বিশ্বকাপ, জানাল ফিফা
২৮ দিনেই শেষ হয়ে যাবে বহু আলোচিত কাতার বিশ্বকাপ।
নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথমবার। ২০২২ সালে কাতারে চিরাচরিত জুন-জুলাই মাসে বিশ্বকাপ নয়। চার বছর পরে কাতারে বিশ্বকাপ হবে শীতকালেই। জানিয়ে দিল ফিফা।
FIFA have confirmed that the 2022 #WorldCup in Qatar will take place between November 21st and December 18th. pic.twitter.com/Mna0wrNKBe
— SuperSport (@SuperSportTV) July 13, 2018
শুক্রবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, "কাতারে বিশ্বকাপ হবে ২১ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর।" ২০২২ সালে বিশ্বকাপ আয়োজন করবে কাতার, তা তো চূড়ান্ত ছিল। কিন্তু কবে হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। শুক্রবার চূড়ান্ত হল, ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর। অর্থাৎ ২৮ দিনেই শেষ হয়ে যাবে বহু আলোচিত কাতার বিশ্বকাপ।
আরও পড়ুন - বিশ্বকাপ ফাইনাল খেলাবেন কে, জানেন?
কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে নানাসমালোচনা হচ্ছে। এই সমালোচনা উড়িয়ে দিতে সবধরনের চেষ্টা চালাচ্ছে আয়োজক কাতার। এরই মধ্যে ৮টি স্টেডিয়াম বিশ্বকাপের জন্য প্রস্তুত করছে তারা, যেগুলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হবে। ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবাই খেলতে পারবেন, সেই নিশ্চয়তা দিয়েছে কর্তৃপক্ষ।