ওয়েব ডেস্ক: এই জন্যই বলে ক্রিকেট রেকর্ডের খেলা। প্রতিদিন ক্রিকেটে কত রেকর্ড গড়া হয়, কত রেকর্ড ভাঙা হয়। এই যেমন পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমের। যে আমের বললে ক মাস আগে শুধু গড়াপেটার কথা উঠত, অসাধারণ কামব্যাকের পর সেই তিনিই এখন পাকিস্তান বোলিংয়ের প্রধান অস্ত্র। ইংল্যান্ড সফরে পাকিস্তানের দুরন্ত পারফরম্যান্সের পিছনে আমেরের অবাদন রয়েছে। কিন্তু নিজের অজান্তেই আমের এক বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন। আমের গত একটানা ১৮টা টেস্টে কোনও ক্যাচ লোফোননি। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আর কোনও ক্রিকেটারের সঙ্গে ঘটেনি। আমের ভেঙেছেন ইংল্যান্ডের জিওফ পুলারের রেকর্ড। পুলার টানা ১৬টা টেস্টে ক্যাচ ধরতে পারেননি। তাঁর ১৭তম টেস্টে ক্যাচ ধরে ছিলেন।


আরও পড়ুন- খেলার সব খবর


আর আমের! ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে টেস্টে অভিষেক ম্যাচ থেকে আজ পর্যন্ত টেস্টে কোনও ক্যাচ ধরতে পারেননি আমের। শ্রীলঙ্কা থেকে, নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড। বিভিন্ন দেশে টেস্টে খেলেছেন আমের। উইকেটও পেয়েছেন অনেক। কিন্তু কী অবাক করা কথা কখনও ক্যাচ ধরেননি। তাহলে কী সুযোগ আসেনি। অনেকেই বলছেন, কম এসেছে,কিন্তু আমের মিস করেছেন। এই কথাটা শুনে কী মনে হচ্ছে! সত্য সেলুকাস, কী বিচিত্র এ ক্রিকেট।