ওয়েব ডেস্ক: ইঞ্জামাম উল হক। অনেকের কাছেই প্রিয় ছিলেন 'ইঞ্জি' নামেও। কমেন্ট্রি বক্সে অনেক সময়ই ঠাট্টা করে তাঁকে বলা হত 'দ্য বিগ ফ্যাট'। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইঙ্গামাম ক্রিকেট ইতিহাসের সেই ক্রিকেটার যিনি ক্রিকেট কেরিয়ারে সবথেকে বেশি বার রান আউট হয়েছেন। শুধু নিজেই যে রান আউট হয়েছেন তা নয়, তাঁর 'মিস কলে' নানান সময়ে রান আউট হয়েছেন আরও অনেক সতীর্থ ক্রিকেটারও। ক্রিজে রান নেওয়ার বিষয়ে ইঞ্জির 'দুর্নাম' সর্বজন বিদিত। তবে ইঞ্জামাম যে বোলিংয়েও 'কুখ্যাতি' অর্জন করেছিলেন তা হয়ত অনেকেরেই এখনও অজানা। নিজের ক্রিকেট কেরিয়ারে ইঞ্জিমাম মোট ৬৭টি বল করেছেন। টেস্টে ৯টি আর আন্তর্জাতিক ম্যাচে ৫৮টি (বল ডেলিভারি)। টেস্টে কোনও উইকেট না পেলেও ওডিআই ক্রিকেটে তাঁর সংগ্রহশালায় রয়েছে তিনটি উইকেট। ক্রিকেটের ইতিহাসে ইঞ্জিমাম ব্যাটসম্যান হিসেবে বিশ্বসেরাদের তালিকায় প্রথম সারিতে থাকলেও বোলার ইঞ্জামাম কিন্তু 'কুখ্যাতির শীর্ষে'। দেখুন সেই 'কুখ্যাত ওভার'- 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING