নিজস্ব প্রতিবেদন : বেশ কয়েকবার সচিন তেন্ডুলকর তাঁকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন। পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বলেছেন, তিনি বোলার সচিনকে সমীহ করতেন। ইনজি বলেছেন, ''আর কোনও বোলারের গুগলি খেলতে আমার তেমন সমস্যা হত না। কিন্তু সচিনের গুগলি খেলতে গিয়ে আমি অনেকবার আউট হয়েছি। সবাই ওকে বড় ব্যাটসম্য়ান হিসাবে মনে রাখবে। তবে আমি বলব, সচিন বোলার হিসাবেও দারুন। কখনও ও মিডিয়াম পেসার। কখনও আবার লেগ স্পিনার।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সচিন তেন্ডুলকরকে নিয়ে নিজের ইউ টিউব চ্যানেলে একটি আস্ত অনুষ্ঠান করেছেন ইনজি। সেখানেই সচিনকে নিয়ে অনেক কথা বলেছেন ইনজামাম। পুরনো কথা বলতে গিয়ে ইনজি বলছিলেন, ''১৬ বছর বয়স থেকে বিশ্বের তাবর বোলারদের সামলেছে সচিন। ডেবিউ সিরিজের একটি ম্য়াচে মুস্তাক আহমেদকে ছক্কা মারে সচিন। তার পরই আবদুল কাদির সচিনের কাছে গিয়ে বলেছিল, ওকে বাচ্চা পেয়ে মারছো। আমাকে মেরে দেখাও দেখি! কাদিরকে মুখে কোনও জবাব দেয়নি সচিন ঠিক পরের ওভারে কাদিরকে চারটি বাউন্ডারি মেরেছিল সচিন। আমার কাছে সচিন গ্রেট ক্রিকেটার।''


আরও পড়ুন-  ক্রাইস্টচার্চের উদ্দেশে রওনা দেওয়ার ছবি পোস্ট করায় ট্রোল হলেন ভারতীয় ক্রিকেটাররা


সচিনের ব্যাপারে একটি অভিযোগ রয়েছে তাঁর। ইনজি বলেছেন, ''যোগ্যতা ও প্রতিভার কথা উঠলে সচিনের ধারে কাছে কেউ নেই। তবে বাচ্চাদের ক্রিকেট শেখানো উচিত ছিল ওর। ক্রিকেট ছাড়ার পর সচিন একেবারে আলাদা হয়ে গেল। বাচ্চাদের ও আর কিছু শেখায়নি। এটা সচিনের মতো মহান ক্রিকেটারের কাছে আশা করা যায় না। আমার মনে হয়, এখনও সময় আছে। সচিনের এই ব্যাপারে ভাবা উচিত।''