শুধু গুজরাটের কাছে হারাই নয়, আরও খারাপ খবর কিংস ইলেভেনে পাঞ্জাবের জন্য
প্লে অফে ওঠার কাজটা আরও কঠিন হয়ে গেল কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে। গুজরাট লায়ন্সের বিরুদ্ধে ১৮৯ রান তুলেও, কিংসকে হারতে হল ৬ উইকেটে। হাসিম আমলা ফের সেঞ্চুরি করেছিলেন রবিবার। কিন্তু তাসত্ত্বেও ডোয়েন স্মিথের ঝোড়ো ব্যাটিংয়ের জন্য হারতে হল প্রীতি জিন্টার দলকে। ১১ ম্যাচ ১০ পয়েন্ট পাওয়া কিংস ইলেভেন পাঞ্জাবকে প্লে অফে ওঠার জন্য জিততে হবে, বাকি তিনটি ম্যাচেই। যদিও, শুধু তাতেই হবে না। তাকিয়ে থাকতে হবে, অন্যদের ম্যাচের ফলের দিকেও।
ওয়েব ডেস্ক: প্লে অফে ওঠার কাজটা আরও কঠিন হয়ে গেল কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে। গুজরাট লায়ন্সের বিরুদ্ধে ১৮৯ রান তুলেও, কিংসকে হারতে হল ৬ উইকেটে। হাসিম আমলা ফের সেঞ্চুরি করেছিলেন রবিবার। কিন্তু তাসত্ত্বেও ডোয়েন স্মিথের ঝোড়ো ব্যাটিংয়ের জন্য হারতে হল প্রীতি জিন্টার দলকে। ১১ ম্যাচ ১০ পয়েন্ট পাওয়া কিংস ইলেভেন পাঞ্জাবকে প্লে অফে ওঠার জন্য জিততে হবে, বাকি তিনটি ম্যাচেই। যদিও, শুধু তাতেই হবে না। তাকিয়ে থাকতে হবে, অন্যদের ম্যাচের ফলের দিকেও।
আরও পড়ুন নারিনের দ্রুততম হাফ সেঞ্চুরিতে প্লে অফে কেকেআর
এরইমধ্যে পাঞ্জাবের জন্য আরও খারাপ খবর। ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা তিনটি একদিনের ম্যাচ এবং দুটি প্র্যাকটিস ম্যাচ খেলবে। সিরিজ শুরু হবে ১৯ মে থেকে। সেইজন্য কিংসের দুই প্রোটিও ব্যাটসম্যান হাসিম আমলা এবং ডেভিড মিলার চলে যাচ্ছেন দেশে। অর্থাত্, কিংস শেষ তিন ম্যাচে পাবে না আমলা এবং মিলারকে। কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল বলেছেন, 'দুর্ভাগ্যবশতঃ, আমরা শেষ তিনটি ম্যাচে আমলা আর মিলারকে পাব না। ওরা দেশের হয়ে খেলতে চলে যাচ্ছে। এবার আমাদের রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করে নেওয়ার পালা।'
আরও পড়ুন ন্যু ক্যাম্পে এমএসএন শো, বার্সেলোনার ত্রিফলার ফের এক মরশুমে গোলের সেঞ্চুরি