নিজস্ব প্রতিবেদন : শনিবার থেকে বেঙ্গালুরুতে শুরু হল আইপিএল নিলাম। দু'দিনের ধরে নিলামে ৫৭৮জন ক্রিকেটারের দর হাঁকাবে ৮টি ফ্র্যাঞ্চাইজি। তাদের মধ্যে ভারতের ৩৬১ জন। এবারের নিলামে সকলের চোখ থাকবে বেন স্টোকস, রবিচন্দ্র অশ্বিন, শিখর ধবন, মিচেল স্টার্ক, ক্রিস গেইল, ডোয়েন ব্রাভোর মতো ক্রিকেটারের দিকে। তবে তার থেকেও বেশি আগ্রহ ছড়িয়েছে সদ্য কলকাতা নাইটরাইডার্স ছাড়া গৌতম গম্ভীরের দিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৮ সাল থেকে শুরু হওয়া আপিএল নিলামের ইতিহাসে এবারই প্রথম এতবড় আয়োজন করা হয়েছে। ভারতের ক্রিকেটাররা ছাড়াও এবারের আইপিল-এ নিলামে উঠবে ইংল্যান্ডের ২৬, অস্ট্রেলিয়ার ৫৮, নিউ জিল্যান্ডের ৩০, দক্ষিণ আফ্রিকার ৫৭, শ্রীলঙ্কার ৩৯, আফগানিস্থান ১৩, বাংলাদেশ ৮ ও জিম্বাবয়ের ৭ জন ক্রিকেটার।  


ইতিমধ্যে রবিচন্দ্রন অশ্বিনকে ৭.৬ কোটি টাকায় কিনল কিংস ইলেভেন পঞ্জাব।


 



 


শিখর ধওয়ানের দর উঠল ৫.২ কোটি। তাঁকে নিজেদের ঝুলিতেই রাখল সানরাইজার্স হায়দরাবাদ।


 



 


কায়রন পোলার্ডকে ৫.৪ কোটি টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স।


 



 


অন্যদিকে, বেন স্টোকসকে ১২.৫ কোটি টাকায় কিনল রাজস্থান রয়ালস।


 



 


দক্ষিণ আফ্রিকার ফাফ ডুপ্লেসিকে ১.৬ কোটি টাকায় ধরে রাখল চেন্নাই সুপার কিংস।


 



 


মিচেল স্টার্চকে ৯.৪ কোটি টাকায় কিনল কলকাতা নাইটরাইডার্স।


 



 


২ কোটি টাকা দর উঠল হরভজন সিংয়ের। কিনল চেন্নাই সুপার কিংস।


 



 


বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানকে ২ কোটি টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ।


 



 


অস্ট্রেলিয় তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে ৯ কোটিতে নিজেদের ঝুলিতে পুরল দিল্লি।


 



 


গৌতম গম্ভীরকে ২.৮ কোটি টাকায় কিনল দিল্লি।


 



 


এদিকে, ইংল্যান্ড অধিনায় জো রুটের জন্য দর হাঁকাল না কোনও দলই।


 



 


যুবরাজ সিংকে ২ কোটি টাকায় কিনল পঞ্জাব।


 



 


কারুন নায়ারকে ৫.৬ কোটি টাকায় কিনল কিংস ইলেভেন পঞ্জাব।


 



 


কেএল রাহুলকে ১১ কোটি টাকায় কিনল পঞ্জাব।


 



৩ কোটি টাকায় ডেভিড মিলারকে ধরে রাখল পঞ্জাব।


 



 


অ্যারন ফিঞ্চকে ৬.২ কোটি টাকায় কিনল পঞ্জাব।


 



 


ব্রেন্ডন ম্যাকুলামকে ৩.৬ কোটি টাকায় কিনল বেঙ্গালুরু।


 



জেসন রয়কে ১.৫ কোটি টাকায় কিনল দিল্লি।


 



 


ক্রিস লিনকে ৯.৬ কোটি টাকায় ক্রিস লিনকে কিনল কলকাতা।


 



 


ক্রিস ওকসকে ৭.৪ কোটি টাকায় কিনল বেঙ্গালোর।


 



 


ইউসুফ পাঠানকে ১.৯ কোটিতে কিনল হায়দরাবাদ


 



কেদার যাদবকে ৭.৮ কোটিতে কিনল চেন্নাই


 



শেন ওয়াটশনকে ৪ কোটিতে কিনল চেন্নাই


 



 


ঋদ্ধিমান সাহাকে ৫ কোটি টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ


 



 


দীনেশ কার্তিককে ৭.৪ কোটিতে কিনল কলকাতা।


 



 


সঞ্জু স্যামসনকে ৮ কোটি টাকায় কিনল রাজস্থান রয়ালস


 



 


রবিন উথাপ্পাকে ৬ কোটি ৪০ লাখ টাকায় নিজেদের ঝুলিতে ধরে রাখল কলকাতা।


 



 


মুস্তাফিজুরকে ২.২ কোটি টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স
 



 


দক্ষিণ আফ্রিকার পেস সেনসেশন কাগিসো রাবাদাকে ৪.২০ কোটি টাকায় ধরে রাখল দিল্লি


 



 


মহম্মদ সামিকে ৩ কোটি টাকায় ধরে রাখল দিল্লি


 



 


আফগানিস্থানের স্পিন সেনসেশন রশিদ খানকে ৯ কোটি টাকায় ধরে রাখল সানরাইজার্স হায়দরাবাদ


 



এক নজরে দেখে নেওয়া যাক কোন ফ্র্যাঞ্চাইজির ঝুলিতে কত টাকা রয়েছে-


কলকাতা নাইটরাইডার্স- ৫৯ কোটি টাকা
চেন্নাই সুপার কিংস- ৪৭ কোটি টাকা
দিল্লি ডেয়ারডেভিলস- ৪৭ কোটি টাকা
কিংস ইলেভেন পঞ্জাব- ৬৭কোটি ৫০ লাখ টাকা
মুম্বই ইন্ডিয়ান্স- ৪৭ কোটি টাকা
রাজস্থান রয়্যালস- ৬৭ কোটি ৫০ লাখ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর- ৪৯ কোটি টাকা
সানরাইজার্স হায়দরাবাদ- ৫৯ কোটা টাকা