নিজস্ব প্রতিবেদন: আইপিএল কোয়ালিফায়ার ওয়ানে (IPL 2022 Qualifier 1) মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে চলছে মহারণ। ডু-অর-ডাই ম্যাচে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) টস জিতে ব্যাট করতে পাঠান সঞ্জু স্যামসনদের (Sanju Samson)। ক্রিকেটের নন্দনকানেন টস হেরে এক লজ্জার রেকর্ডে নিজের নাম লিখিয়ে ফেললেন রাজস্থান অধিনায়ক স্যামসন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখন আইপিএলের এক মরশুমে সবচেয়ে বেশি বার টস হারার নজির গড়লেন স্যামসন। তিনি চলতি মরশুমে ১৫ ম্যাচে ১৩ বার কয়েন টসে হারলেন । টপকে গেলেন এমএস ধোনিকে (MS Dhoni)। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক (Chennai Super Kings, CSK) ২০১২ সালে ১২ বার টস হেরেছিলেন। ২০০৮ সালে আইপিএলের অভিষেক মরশুমে ধোনি ১১ বার টস হেরেছিলেন। প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore, RCB) অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ২০১৩ মরশুমে ১১ বার টস হেরছিলেন। এদিন রাজস্থান প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে। ব্যাট হাতে অবদান রাখেন জস বাটলার (৫৬ বলে ৮৯) ও অধিনায়ক স্যামসন (২৬ বলে ৪৭)।


আরও পড়ুন: Asia Cup Hockey 2022: Japan-এর কাছে ২-৫ ব্যবধানে হেরে কাজ কঠিন করে ফেলল Team India


আরও পড়ুনShoaib Akhtar: বাবর-রিজওয়ানদের জন্য আইপিএল দল বেছে দিলেন আখতার!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App