ওয়েব ডেস্ক: সুরেশ রায়না। ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির অন্যতম বিশ্বস্ত, ভরসার পাত্র। সে ভারতীয় দলেই হোক অথবা চেন্নাই সুপার কিংসে, ধোনির ক্যাপ্টেন্সিতে নিজেকে নিংড়ে দিয়েছেন রায়না। ধোনি যদি রাজা হন, তাহলে রায়নার ভূমিকা যেন সেনাপতির। সেই সুরেশ রায়না প্রচণ্ড হতাশ হয়েছেন, তাঁর ক্যাপ্টেনকে রাইজিং পুনে সুপারজায়ান্টের ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার জন্য। রায়না বলেছেন, 'আমি সত্যিই হতাশ। ধোনি যেমন দেশকে সাফল্য দিয়েছেন, তেমনই আইপিএলেও নিজের দলকে সাফল্য এনে দিয়েছেন। তাঁর এই কৃতিত্ব কখনই ভোলার নয়। এটা আমি একা বলছি না। গোটা বিশ্বেরই কথা এটা।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দশম আইপিএলের একমাত্র ব্যাটসম্যান হার্দিক পাণ্ডিয়া, এখনও আউটই হননি!


এখনও পর্যন্ত এবারের আইপিএলে পাঁচটি ম্যাচ খেলে মাত্র ৬১ রান করেছেন মহেন্দ্র সিং ধোনি। স্ট্রাইক রেট মাত্র ৮৭! যা ধোনির নামের পাশে একেবারেই যায় না। তাই চারপাশের অনেক সমালোচনা শুনতে হচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ককে। রায়না অবশ্য ধোনির পাশেই দাঁড়াচ্ছেন। তিনি বলেছেন, 'ধোনি হল ক্লাশ ফিনিশার। এখন হয়তো রান পাচ্ছে না। মাত্র তো পাঁচটা ম্যাচ হয়েছে। কে বলতে পারে, দু' একটা ম্যাচ পর থেকেই ধোনি ধামাকা শুরু হবে না?'


আরও পড়ুন নাইটদের বিরুদ্ধে নামার আগে গুজরাটের সিংহদের বড় দুর্বল দেখাচ্ছে