ওয়ার্নারের জন্য অপেক্ষা করবে হায়দরাবাদ
ডেভিড ওয়ার্নার নিয়ে আপাতত ধীরে চলো নীতি নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের।
নিজস্ব প্রতিবেদন : কেপ টাউনে বল বিকৃতিকাণ্ডে স্টিভ স্মিথ, ক্যামেরন ব্যানক্রাফ্টের সঙ্গে 'লিডারশিপ গ্রুপে'র সদস্য হিসেবে নাম জড়িয়েছে সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। রবিবার সহ-অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান ওয়ার্নার নিজেই। কিন্তু তাঁকে নিয়ে কী সিদ্ধান্ত নিল হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি?
রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন স্টিভ স্মিথ। কিন্তু ডেভিড ওয়ার্নার নিয়ে আপাতত ধীরে চলো নীতি নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন- রাজস্থান রয়্যালসের নেতৃত্ব ছাড়লেন স্মিথ
সানরাইজার্সের মেন্টর ভিভিএস লক্ষ্ণণ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, "কেপ টাউন টেস্টে যা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গোটা বিষয়টি নিয়ে সানরাইজার্সও উদ্বিগ্ন। তবে সবেমাত্র ঘটনাটি সামনে এসেছে, তাই দ্রুত কোনও সিদ্ধান্ত নয়। অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ড কি পদক্ষেপ করে তার জন্য আমরা অপেক্ষা করব। তারপর নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেব।"
৩০ মার্চ থেকে একাদশ আইপিএলের চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ।
আরও পড়ুন- বল বিকৃতি কাণ্ডে দোষী স্মিথের পাশে 'মিন্টগেট কেলেঙ্কারি'র নায়ক!