নিজস্ব প্রতিবেদন : পঞ্জাব এবং হায়দরাবাদ দুটি দলই ছন্দে ছিল। কিন্তু শেষ ম্যাচে ছন্দপতন হয়েছে দুই দলেরই। পঞ্জাব হেরেছে চেন্নাইয়ের কাছে। আর হায়দরাবাদ হেরেছে মুম্বইয়ের কাছে। সোমবার মোহালিতে মুখোমুখি লড়াইয়ে জয়ে ফিরতে মরিয়া দুই দলই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইতিমধ্যে আইপিএলে পাঁচটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে পঞ্জাব এবং হায়দরাবাদের। তিনটি করে ম্যাচ জিতে দুই দলের পয়েন্টই ৬। দুই দলের পয়েন্ট সমান হলেও লিগ টেবিলে হায়দরাবাদ তিন নম্বরে আর পঞ্জাব ছয় নম্বরে। ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোরা ফর্মে তাকলেও মিডল অর্ডারে ব্যর্থতার জন্য হারতে হয়েছে আগের ম্যাচ। বোলিংয়েও নবি, রশিদ খান থেকে সিদ্ধার্থ কৌলরা ছন্দে রয়েছেন। অন্যদিকে পঞ্জাব দলে ক্রিস গেইল থাকলেও বড় আনপ্রেডিক্টেবল। কেএল রাহুল, ডেভিড মিলার, সরফরাজ খান, স্যাম কুরানরা ছন্দে রয়েছেন। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে সোমবার। এখন পর্যন্ত আইপিএলে ১২ বারের সাক্ষাতে ৯ বার জিতেছে হায়দরাবাদ আর ৩ বার জিতেছে পঞ্জাব। মোহালিতে পাঁচ বারের সাক্ষাতে ৪বার হেরেছে পঞ্জাব। সোমবার কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ জেনে নিন-




পঞ্জাবের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, সরফরাজ খান, ডেভিড মিলার, মনদীপ সিং, স্যাম কুরান, আর অশ্বিন, এম অশ্বিন, মহম্মদ শামি, মুজিব উর রহমান/হারডাস ভিলোজেন/অ্যান্ড্রু টাই


হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, মনীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, দীপক হুডা, মহম্মদ নবি, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কৌল


আরও পড়ুন - ICC CWC 2019: ১৫ এপ্রিল ভারতের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে