নিজস্ব প্রতিবেদন : চার ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও এবারের আইপিএলে জয়ের মুখ দেখেনি বিরাট কোহলির দল। আজ ঘরের মাঠে কিং খানের দলের বিরুদ্ধে প্রথম জয়ের খোঁজে আরসিবি। অন্যদিকে কেকেআর প্রথম দুই ম্যাচে ঘরের মাঠে জিতলেও আগের ম্যাচেই দিল্লির কাছে সুপার ওভারে হেরেছে। অ্যাওয়ে ম্যাচে এই হারটাই বিরাট ব্রিগেডকে ভরসা জোগাচ্ছে। অন্যদিকে নাইট শিবিরে আন্দ্রে রাসেলের চোট নিযে চিন্তা থাকলেও গত দুদিন নেটে জোরকদমে অনুশীলন করেছেন ক্যাবিবিয়ান বিগ হিটার। দিল্লির কাছে সুপার ওভারে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরতে মরিয়া দীনেশ কার্তিকের দল।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



আইপিএলের ইতিহাসে দুই দল ২৩ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৯ বার জিতেছে আরসিবি। আর কলকাতা জিতেছে ১৪ বার। আর বেঙ্গালুরুতে ১০ বারের সাক্ষাতে ৬ বার জিতেছে কেকেআর আর ৪বার জিতেছে বেঙ্গালুরু। শুক্রবার জয়ে ফিরতে দুই দলেই প্রথম একাদশে বদল আনতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ-


আরসিবি-র সম্ভাব্য প্রথম একাদশ : মার্কোস স্টোইনিস, পার্থিব প্যাটেল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মঈন আলি, শিবম দুবে, আকাশদীপ নাথ, টিম সাউদি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহল।


কেকেআর-এর সম্ভাব্য প্রথম একাদশ : ক্রিস লিন, সুনীল নারিন, নিতীশ রানা, রবিন উথাপ্পা, শুভমান গিল, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, পীযুষ চাওলা, লকি ফার্গুসন, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ।


আরও পড়ুন - আমার মতো হতে চাইলে এটা করতে হবে, নতুন শোয়েবকে পরামর্শ আখতারের