নিজস্ব প্রতিবেদন: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। ভারতেই হবে আইপিএলের দ্বাদশ সংস্করণ। ২০১৯ সালে লোকসভা নির্বাচন চলাকালীন ভারতের মাটিতে আইপিএলের আয়োজন নিয়ে তৈরি হয়েছিল সংশয়। জল্পনা চলছিল, চলতি বছর ভারতে কি বিরাট, রোহিতদের চার-ছক্কা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা? এর আগে দেশের বাইরে আইপিএল খেলা হয়েছিল। কিন্তু এবার আর তেমনটা হবে না। ভারতীয় দর্শকরা দেশের মাটিতেই আইপিএলের খেলা দেখতে পারবেন। ফাইনাল কবে খেলা হবে, তার নির্ঘণ্ট চূড়ান্ত হয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিসিসিআই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে আলোচনার পর আইপিএলের দ্বাদশ সংস্করণ ভারতেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালের ২৩ মার্চ শুরু হবে আইপিএলের দ্বাদশ সংস্করণ। এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি। ফলে বাকি ম্যাচগুলির তারিখ পরে ঘোষণা করা হবে। 


গত মাস অর্থাত্ ডিসেম্বর আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়। বিসিসিআই জানিয়েছে, সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটি মঙ্গলবার দিল্লিতে একটি বৈঠক করেছে। ওই বৈঠকে আইপিএলের তারিখ ও মাঠ নিয়ে চর্চা হয়েছে।  


আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সিরিজ জয়, গোটা দলকে বোনাস দেবে বিসিসিআই