নিজস্ব প্রতিবেদন : তিনটে করে ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও দ্বাদশ আইপিএলে জয়ের মুখ দেখেনি বিরাটের বেঙ্গালুরু কিংবা রাহানের রাজস্থান। মঙ্গলবার জয়পুরে প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হচ্ছে দুই দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথম ম্যাচে পঞ্জাবের কাছে হার, দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের কাছে আর শেষ ম্যাচে চেন্নাইয়ের কাছে রুদ্ধশ্বাস ম্যাচে হেরেছে রাজস্থান। অন্যদিকে বিরাটের দলও চেন্নাইয়ের কাছে হার দিয়ে শুরু করেছে এবারের আইপিএল। দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ের কাছে ৬ রানে হারলেও শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করেছে বিরাটবাহিনী। তবে পাকিস্তান সিরিজ খেলে অজি ক্রিকেটাররা যোগ দিয়েছেন বেঙ্গালুরুতে। মার্কোস স্টোইনিস আর নাথান কুল্টারনাইল। দুই অজি অলরাউন্ডারই আজ খেলতে পারেন প্রথম একাদশে। তেমনই অ্যাস্টন টার্নার যোগ দিয়েছেন রাজস্থানে। প্রথম একাদশে তাঁর খেলার সম্ভবনাও থাকছে।




আইপিএল ইতিহাসে দুই দলের মুখোমুখি সাক্ষাতে ৯ বার জিতেছে রাজস্থান আর ৮ বার জিতেছে বেঙ্গালুরু। আর জয়পুরে লড়াইটা সমান সমান। ৩ বার করে জিতেছে দুই দলই। মঙ্গলবার মহারণে রাজস্থানকে টেক্কা দিতে মরিয়া বেঙ্গালুরু। এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ-


রাজস্থানের সম্ভাব্য একাদশ : আজিঙ্কে রাহানে, জোস বাটলার, সঞ্জু স্যামসন, রাহুল ত্রিপাঠি, স্টিভেন স্মিথ, বেন স্টোকস, কে গোথাম, শ্রেয়স গোপাল, জোফ্রা আর্চার, জয়দেব উনাদকাট, বরুন অ্যারন।


বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ : মার্কোস স্টোইনিস, পার্থিব প্যাটেল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, শিবম দুবে, কলিন ডি গ্র্যান্ডহোম, প্রয়াস রায় বর্মন, নাথান কুল্টার নাইল, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহল।


আরও পড়ুন -  IPL 2019, KXIPvDC: মোহালিতে দিল্লিকে হারিয়ে প্রীতির মুখে হাসি ফোটালেন কুরান-অশ্বিনরা