নিজস্ব প্রতিবেদন: আইপিএল যত এগিয়ে আসছে ততই যেন চিন্তা বাড়ছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, তারপর হইহই করে শুরু হয়ে যাবে ক্রোড়পতি লিগ। এদিকে আইপিএল শুরুর আগে চিন্তা বাড়ালেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান। তাঁর নাকি আঙুল ভেঙেছে! যদিও চোট নিয়ে ধোঁয়াশা রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এখন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড। পরপর দুটো ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরে নিয়েছে ব্রিটিশরা। আজ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান ইয়ন মর্গ্যান। মার্কাস স্টোইনিসের শট বাঁচাতে গিয়ে ঝাঁপিয়ে পড়েন ইংল্যান্ড অধিনায়ক। হাতের আঙুলে চোট পান। ভিডিয়োতে দেখা গিয়েছে ডান হাতের একটি আঙুল নাকি বেঁকে গিয়েছে! যদিও কিছুক্ষণ ফিজিওর থেকে শুশ্রূষা নেওয়ার পর মাঠে নামেন মরগ্যান। যা নিয়ে অনেকেই প্রশংসা করেছেন মরগ্যানের। ইংল্যান্ড অধিনায়কের সাহসী পদক্ষেপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। যদিও মরগ্যানের আঙুল ভেঙে গেছে কিনা সে বিষয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে কোনও ঘোষণা এখনও করা হয়নি।


এদিকে মরগ্যানের যদি সত্যিই আঙুল ভাঙে তাহলে সেক্ষেত্রে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। এদিকে আইপিএল-এ নাইট রাইডার্স দলের ব্যাটিংয়ের মিডল অর্ডারে অন্যতম শক্তি ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান। তাই মরগ্যানকে না পাওয়া গেলে আমিরশাহি আইপিএল-এ বড়সড় ধাক্কা খেতে পারে কিং খানের দল।


কারণ আইপিএল শুরুর আগেই হ্যারি গার্নিকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স শিবির। সেপ্টেম্বরেই তাঁর কাঁধে অস্ত্রোপচার হওয়ার কথা। বাঁহাতি এই পেসারের পাশাাপশি এবার মরগ্যানকে ছাড়াই আইপিএল-এ নামতে হবে কিনা তাই নিয়ে চিন্তা নাইট শিবিরে দানা বাঁধছে।



আরও পড়ুন - তিন বছর আগে যুবভারতী মাতিয়েছিলেন, এবার হোটেলের ঘরে মহিলা! দল থেকে বাদ ফোডেন