IPL 2020: প্লে-অফ থেকে ছিটকে যাওয়ার পর নাইট ফ্যানদের কী বললেন মরগ্যান?
দীনেশ কার্তিক নেতৃত্ব ছাড়ার পর নাইটদের দায়িত্ব নেন ইয়ন মরগ্যান।
নিজস্ব প্রতিবেদন: লিগের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দাপটের সঙ্গে জিতলেও প্লে-অফে ওঠা হয়নি কলকাতা নাইট রাইডার্সের। মুম্বাইকে শেষ ম্যাচে ১০ উইকেট হারিয়ে প্লে-অফে পৌঁছে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। রান রেটে কেকেআরকে পিছনে ফেলে প্লে-অফে জায়গা করে নিয়েছে হায়দারাবাদ।
শেষ মুহূর্তে আইপিএলের প্লে অফের যেতে না পারায় হতাশ নাইট শিবির। এই নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএলের প্লে-অফে যেতে পারল না কেকেআর। তাই এবার সমর্থকদের হতাশা দূর করতে ইতিবাচক বার্তা দিলেন নাইট অধিনায়ক ইয়ন মরগ্যান।
টুইটে মরগ্যান লেখেন, এই মরশুমে আমাদের সমর্থন করার জন্য সকল ফ্যানদের ধন্যবাদ। এখন শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।
দীনেশ কার্তিক নেতৃত্ব ছাড়ার পর নাইটদের দায়িত্ব নেন ইয়ন মরগ্যান। সাত ম্যাচে কেকেআরের নেতৃত্ব দিয়ে তিনটিতে জয় পেয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
আরও পড়ুন - মাইলস্টোন ম্যাচে মেসি ম্যাজিক, গোল করলেন লিও