IPL 2020: ইতিহাসে বোল্ট! ১৩ বছরে প্রথমবার, ফাইনালে প্রথম বলেই নজির কিউই পেসারের
ফাইনালের প্রথম বলেই তৈরি হল ইতিহাস।
নিজস্ব প্রতিবেদন: গত ১২ বছরে আইপিএল ফাইনালে যা হয়নি মরু শহরে আইপিএল ফাইনালে সেটাই হল। ফাইনালের প্রথম বলেই তৈরি হল ইতিহাস। আর সেই ইতিহাসে নাম লেখালেন মুম্বই ইন্ডিয়ানসের কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০২০ সালের আইপিএল ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। ওপেন করতে নামেন মার্কাস স্টোইনিস আর শিখর ধাওয়ান। মুম্বাইয়ের হয়ে বল হাতে শুরু করেন ট্রেন্ট বোল্ট। একটা সময় যে বোল্টের ফাইনালে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল, তিনি ফাইনালে প্রথম বলেই ইতিহাস লিখলেন।
ম্যাচের প্রথম বলেই স্টোইনিসকে ডাগ আউটের পথ দেখালেন বোল্ট। ব্যাটের কানায় লেগে উইকেটকিপার কুইন্টন ডি'ককের হাতে ধরা পড়েন অজি অল রাউন্ডার।
প্রসঙ্গত আইপিএলের ফাইনালে এই প্রথমবার ম্যাচের প্রথম বলেই কোন উইকেট পড়ল। গত ১২ বছরের আইপিএল ফাইনালে এই ঘটনা কখনও হয়নি।
আরও পড়ুন - IPL 2020: দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে মরু শহরে আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস