IPL 2020: পৃথ্বির ঝোড়ো ব্যাটিং, চেন্নাইকে হারিয়ে লিগের মগডালে দিল্লি
আগের দুটো ম্যাচে সাত নম্বরে নামলেও দিল্লির বিরুদ্ধে ছয় নম্বরে নামেন সিএসকে অধিনায়ক ধোনি। চেষ্টা করলেন, কিন্তু কাজের কাজ হল না।
নিজস্ব প্রতিবেদন: পর পর দু ম্যাচে জয়। পঞ্জাবকে সুপার ওভারে হারানোর পর চেন্নাইকে ৪৪ রানে হারাল দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে পর পর দুটো ম্যাচে হারল ধোনির চেন্নাই সুপার কিংস। তরুণ পৃথ্বি শ-র ঝোড়ো হাফ সেঞ্চুরি আর বল হাতে নর্টজে আর রাবাদার দাপট। চেন্নাইকে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়স আইয়ারের দল।
১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। ওয়াটসন ১৪ আর মুরলী বিজয় ১০ রানে প্যাভিলিয়নে ফিরে যান। কেদার যাদব করেন ২৬ রান। আগের দুটো ম্যাচে সাত নম্বরে নামলেও দিল্লির বিরুদ্ধে ছয় নম্বরে নামেন সিএসকে অধিনায়ক ধোনি। চেষ্টা করলেন কিন্তু কাজের কাজ হল না। মাত্র ১৫ রান করলেন মাহি। ৪৩ রান করেন ফাফ দু প্লেসি। ৭ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে চেন্নাই। তিনটি উইকেট নেন রাবাদা। দুটি উইকেট নেন নর্টজে।
এদিনও টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার পৃথ্বি শ এবং শিখর ধাওয়ানের ৯৪ রানের জুটি শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। শিখর ২৭ বলে ৩৫ রান করেন। তরুণ পৃথ্বি শ ৪৩ বলে ৬৪ রান করেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার ২৬ রান করেন। ৩৭ রানে অপরাজিত থাকেন ঋষভ পন্থ। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে দিল্লি। চেন্নাইয়ের হয়ে দুটি উইকেট নেন পীযুষ চাওলা।
আরও পড়ুন - IPL 2020: শনিবার মাঠে নামছে KKR, এবার সামনে হায়দরাবাদ