নিজস্ব প্রতিবেদন: টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বিধ্বংসী ব্যাটসম্যান কে? নাইট সমর্থকরা এক কথায় উত্তর দেবেন, আন্দ্রে রাসেল। ভয়ংকর, বিধ্বংসী, আগ্রাসী, আক্রমণাত্মক- একসঙ্গে অসংখ্য বিশেষণ জুড়ে দেওয়া যায় তাঁর নামের পাশে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া দলকে একা হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন তিনি। বিপক্ষ বোলারদের কাছে তিনি ত্রাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে সে সব অতীত। সামনে নতুন মরশুম .. এবার আমিরশাহিতে আইপিএল। ক্রোড়পতি লিগে মাঠে নামার আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এখন নিজেকে শান দিচ্ছেন রাসেল। এবার আমিরশাহি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের বড় ভরসার নাম সেই আন্দ্রে রাসেল। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করে দিতে পারেন রাসেল। এমনটাই মনে করছেন কেকেআর-এর চিফ মেন্টর ডেভিড হাসি।  


রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ের আসল রহস্য কী? এই প্রশ্নের উত্তরে একবার রাসেল বলছিলেন, হ্যান্ড-আই কো অর্ডিনেশন জরুরি। তবে ওটাই সব নয়। সঙ্গে বেসিক ঠিক থাকতে হবে। তা ছাড়া ব্যালেন্স, হাতের জোর থাকাটাও জরুরি। ১১০ মিটার ছক্কা হাঁকালেও আমি ছয় রানই পাব। আবার বাউন্ডারি লাইনের কাছাকাছি ছক্কা মারলেও ছয় রানই হবে। তবে আমি সবসময় বড় ছক্কা হাঁকানোর চেষ্টা করি। এতে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। সেই সঙ্গে তিনি বলেছিলেন, শুধুমাত্র উইকেটে টিকে থাকা তাঁর উদ্দেশ্য নয়। দলের জন্য রান তোলাটাই তাঁর আসল উদ্দেশ্য।



গত মরশুমে অবশ্য বিধ্বংসী রাসেলকে ব্যাটিং অর্ডারে নিচের দিকে নামানো নিয়ে কম সমালোচনা হয়নি। বেশি বল ব্যাটিংয়ের জন্য পাননা রাসেল এমন অভিযোগ উঠেছিল।  এবার নাকি তেমনটা হবে না কেকেআর চিফ মেন্টর ডেভিড হাসির বক্তব্যে উঠে এল , "রাসেল যত বেশি বল খেলবে, তত বেশি রান করবে।  ও যদি তিন নম্বরে নেমে ৬০ বল পায় আমি মনে করি ও ডাবল হান্ড্রেড করে দেবে। ও যা খুশি করতে পারে। আমরা ওকে ম্যাচে ওই ভাবেই ব্যবহার করব। রাসেল দলের হৃত্পিণ্ড। " কলকাতা নাইট রাইডার্স এবার আইপিএল অভিযান শুরু করছে ২৩ সেপ্টেম্বর, আবুধাবিতে। প্রথম ম্যাচে কিং খানের দলের সামনে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।



আরও পড়ুন - IPL 2020: কবে নামছে কিং খানের কলকাতা? KKR-এর পূর্ণাঙ্গ সূচি দেখে নিন ভারতীয় সময়ে