IPL 2020: মুখোমুখি চেন্নাই-কলকাতা; টস জিতে কী সিদ্ধান্ত নিলেন কার্তিক?
জয়ে ফেরাই লক্ষ্য কেকেআরের অন্যদিকে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে সিএসকে। আমিরশাহি আইপিএলে তৃতীয় জয়ের খোঁজে দুই দলই।
নিজস্ব প্রতিবেদন: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট নাইডার্সের প্রথম এগারোতে কোনও বদল নেই। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলা প্রথম একাদশই অপরিবর্তিত রেখেছে কেকেআর। চেন্নাই দলে পীযুষ চাওলার পরিবর্তে করণ শর্মা খেলবেন এই ম্যাচে। অগ্নিপরীক্ষার ম্যাচে আজ আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক।
টানা তিন ম্যাচে হারার পর কিংস ইলেভেন পঞ্জাবকে ১০ উইকেটে হারিয়ে ছন্দে ফিরেছে সিএসকে। অন্যদিকে টানা দুটো ম্যাচে জেতার পর দিল্লির কাছে আগের ম্যাচ হেরেছে কেকেআর। জয়ে ফেরাই লক্ষ্য কেকেআরের অন্যদিকে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে সিএসকে। আমিরশাহি আইপিএলে তৃতীয় জয়ের খোঁজে দুই দলই।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: দীনেশ কার্তিক (অধিনায়ক), সুনীল নারিন, শুভমান গিল, নীতিশ রানা, ইয়ন মরগ্যান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিবম মাভি, রাহুল ত্রিপাঠী, কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী
চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শেন ওয়াটসন, ফাফ দু প্লেসি, আম্বাতি রায়াডু, কেদার যাদব, স্যাম কুরান,ডোয়াইন ব্র্যাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, করণ শর্মা, শার্দুল ঠাকুর
আরও পড়ুন - IPL 2020: চেন্নাইয়ের বিরুদ্ধে ছন্দে ফিরতে মরিয়া রাসেল, KKR ফ্যানদের শোনালেন গানও