নিজস্ব প্রতিবেদন:  বুধবার আবু ধাবিতে আবার মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এবার সামনে ধোনির চেন্নাই সুপার কিংস। টানা তিন ম্যাচে হারার পর কিংস ইলেভেন পঞ্জাবকে ১০ উইকেটে হারিয়ে ছন্দে ফিরেছে সিএসকে। অন্যদিকে টানা দুটো ম্যাচে জেতার পর দিল্লির কাছে আগের ম্যাচ হেরেছে কেকেআর। জয়ে ফেরাই লক্ষ্য কেকেআরের অন্যদিকে জয়ের ধারাবাহিকতা ধরে রাখা লক্ষ্যে সিএসকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পঞ্জাবের বিরুদ্ধে ফর্মে ফিরেছেন শেন ওয়াসন। ছন্দে রয়েছেন ফাফ দু প্লেসি। মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব।  স্যাম কুরান, জাদেজা বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ধোনির বড় ভরসা।  দীপক চাহার-শার্দুল ঠাকুররা বোলিংয়ে ধারাবাহিকতা দেখাচ্ছেন। তেমনই প্রাক্তন কেকেআর স্পিনার পীযুষ চাওলা নাইটদের বিরুদ্ধে ধোনির তুরুপের তাস হতে পারেন।   



অন্যদিকে কেকেআরের শুভমান গিল, নীতিশ রানা, ইয়ন মরগ্য়ানরা রানের মধ্যে রয়েছেন। ব্যাট হাতে ব্যর্থ সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। বোলিংয়ে ধারাবাহিক নন প্যাট কামিন্স। শিবম মাভি-বরুণ চক্রবর্তীরা অবশ্য বল হাতে ভরসা দিতে পারেন কার্তিককে। চেন্নাইয়ের বিরুদ্ধে অবশ্য দল হিসেবে অলআউট ঝাঁপাতে হবে। তেমনই প্রথম একাদশে দু একটা বদল হতে পারে নাইট শিবিরে। তেমনই বদল হতে পারে ব্যাটিং অর্ডারেও। এই ম্যাচে অধিনায়ক কার্তিকের বড় পরীক্ষা।


 


আইপিএলে চার ম্যাচে চার পয়েন্ট কলকাতার। আর পাঁচ ম্যাচে চার পয়েন্ট চেন্নাইয়ের। দুই দলের দুই অধিনায়ক একেবারেই ছন্দে নেই। দুই অধিনায়ক দীনেশ কার্তিক এবং মহেন্দ্র সিং ধোনি দুজনেরই ব্যাটিং অর্ডার নিয়ে নানা সমালোচনা চলছে। চেন্নাই-কলকাতা লড়াইয়ে দুই অধিনায়কের কাছে যেন জবাব দেওয়ার ম্যাচ বলেই মনে করছে ক্রিকেট মহল।
    


আরও পড়ুন - IPL 2020: 'মানকাডিং' নিয়ে বিতর্ক নয়, এবার সতর্ক! পন্টিংয়ের কথা রাখলেন অশ্বিন