নিজস্ব প্রতিবেদন:  ১৩ বছরের আইপিএল ইতিহাসে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় ভুল কী? আমিরশাহি আইপিএল শেষে সেই ভুলটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন নাইট রাইডার্সের সফল অধিনায়ক দু'বারের খেতাবজয়ী গৌতম গম্ভীর। গম্ভীর এর মতে, প্রতিভাবান ক্রিকেটার সূর্যকুমার যাদবকে ছেড়েই সবচেয়ে বড় ভুল করেছে কেকেআর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৮ সালে সূর্যকুমার যাদবকে ছেড়ে দিয়েছিল কেকেআর। মুম্বই গিয়ে পরপর দু'বার দলকে চ্যাম্পিয়ন করেন। ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে সূর্যকুমারের ভূমিকা অনস্বীকার্য। শেষ তিনটি আইপিএলে ব্যাট হাতে মুম্বইকে ভরসা দিয়েছেন সূর্য।


২০২০ সালে আইপিএলে ১৬ ম্যাচে সূর্যকুমার ৪৮০ রান করেছেন। ২০১৯ সালে ১৬ ম্যাচ খেলে ৪২৪ রান করেছিলেন। আর ২০১৮ সালে ১৪ ম্যাচ খেলে ৫১‍২ রান করেছিলেন তিনি।


প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর বলেন, " সূর্যকুমার যাদবকে মুম্বই ইন্ডিয়ানস খুব সহজে পায়নি। ওকে ছেড়ে দেওয়াটাই সম্ভবত আইপিএলের ১৩ বছরের ইতিহাসে কেকেআরের সব থেকে বড় ভুল। সূর্যকুমার কেকেআরে তরুণ বয়সে যোগ দিয়েছিল। চার বছর দলে ছিল। তখন দলের যে ব্যাটিং লাইনআপ ছিল তাতে খুব বেশি সুযোগ পায়নি সূর্যকুমার। নিঃস্বার্থ ক্রিকেটার ও। কেকেআর থাকাকালীন মনীশ পান্ডে তিনে ব্যাটিং করতেন। সে কারণে সূর্যকুমারকে ৬ নম্বরে নামতে হত। ফলে ব্যাটিংয়ে খুব একটা প্রমাণ করার সুযোগ পাননি সূর্যকুমার। ওকে ছেড়ে দেওয়াটাই কেকেআরের সবচেয়ে বড় ক্ষতি।"


 


আরও পড়ুন - মরু শহরেই একুশের পরিকল্পনা শুরু সৌরভের, পরেরবার নয় দলের লিগ! জোর জল্পনা