নিজস্ব প্রতিবেদন :  আজ দুবাইয়ে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি কিংস ইলেভেন পঞ্জাব। ৯ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের মগডালে বসে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে ৯ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সাত নম্বরে প্রীতির দল। পাঞ্জাবকে হারিয়ে আজ যেমন দিল্লি তাদের প্লে-অফ নিশ্চিত করতে চায়, ঠিক তেমনই দিল্লিকে হারিয়ে আইপিএলে প্লে-অফে যাওয়ার ক্ষীণ আশাটুকু জিইয়ে রাখতে চায় কিংস ইলেভেন পঞ্জাব। আজ দিল্লির কাছে হারলে প্লে-অফে যাওয়ার যেটুকু সম্ভাবনা আছে সেটাও কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কে এল রাহুল-গেইলদের কাছে আগের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ডাবল সুপার ওভারে জয়ই দিল্লি বধের মোটিভেশন হতে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



প্রসঙ্গত এবারের আইপিএলে দিল্লি এবং পাঞ্জাব একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়েই অভিযান শুরু করেছিল। সেই ম্যাচটিও সুপার ওভারে নিষ্পত্তি হয়। পাঞ্জাবকে সুপার ওভারে হারিয়েছিল দিল্লি। দিল্লি-পাঞ্জাব ম্যাচেই শর্ট-রানের জন্য আম্পায়ারিং নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। আজ সেই সব কিছুরই বদলা নেওয়ার ম্যাচ প্রীতির দলের কাছে।


 



শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, মার্কোস স্টোইনিস ফর্মে রয়েছেন। আজ দলে ফিরতে পারেন ঋষভ পন্থ। বল হাতে রাবাদা, নর্টজেরা আগুন ছোটাচ্ছেন। সবমিলিয়ে পঞ্জাবকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য তৈরি দিল্লি। দিল্লির পথের কাঁটা হয়ে উঠতে পারেন ক্রিস গেইল। ইউনিভার্স বস দলে ফিরতেই পরপর দুটো ম্যাচে জয় পেয়েছে পঞ্জাব। টপ ফর্মে রয়েছেন অধিনায়ক কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরান। আর বল হাতে মহম্মদ শামি, রবি বিষ্ণোইরা বড় ভরসা রাহুলের। দিল্লি বধ করে আইপিএলে প্লে-অফের আশা জিইয়ে রাখতে মরিয়া পাঞ্জাব। আজ হারলেই বিদায় ঘণ্টা বেজে যাবে প্রীতির দলের।


 


আরও পড়ুন -IPL 2020: কেদার-পীযুষের মধ্যে কী এমন দেখলেন? ধোনিকে ধুয়ে দিলেন শ্রীকান্ত