IPL 2020: মুখোমুখি মুম্বই-কলকাতা; টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মরগ্যানের
সাত ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট ১০। সাত ম্যাচে কলকাতার পয়েন্ট ৮।
নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগেই KKR-এর নেতৃত্ব ছেড়েছেন দীনেশ কার্তিক। নাইটদের নতুন নেতা এখন ইয়ন মরগ্যান। এদিন আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন নাইটদের নতুন নেতা ইয়ন মরগ্যান। কেকেআর দলে দুটি পরিবর্তন। দলে এসেছেন ক্রিস গ্রিন ও শিবম মাভি। বাদ পড়েছেন টম ব্যান্টন এবং কমলেশ নাগরকোটি। মুম্বই দলেও একটি বদল জেমস প্যাটিনসনের বদলে দলে এসেছে নাথান কুল্টার নাইল।
সাত ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট ১০। সাত ম্যাচে কলকাতার পয়েন্ট ৮। এই মুম্বইয়ের বিরুদ্ধেই এবারের আইপিএলে অভিযান শুরু করেছিল কেকেআর। প্রথম ম্যাচেই হেরেছিল দীনেশ কার্তিকের দল। আজ আবু ধাবিতে বদলার ম্যাচ মরগ্যানের কেকেআরের সামনে।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: ইয়ন মরগ্যান (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, ক্রিস গ্রিন, শুভমান গিল, নীতিশ রানা, ইয়ন মরগ্যান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম মাভি, বরুণ চক্রবর্তী
মুম্বই ইন্ডিয়ানসের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ইশান কিষান, কুইন্টন ডি'কক, ক্রুনাল পাণ্ডিয়া, হার্দিক পাণ্ডিয়া, ট্রেন্ট বোল্ট, কায়রন পোলার্ড, নাথান কুল্টার নাইল, রাহুল চাহার, জশপ্রীত বুমরাহ
আরও পড়ুন - IPL 2020: মুম্বই ম্যাচের আগেই KKR-এর নেতৃত্ব ছাড়লেন কার্তিক; নাইটদের নতুন নেতা মরগ্যান