IPL 2020: ২০০ তম ম্যাচে হার মাহির, প্লে-অফের আশা কার্যত শেষ চেন্নাইয়ের
আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ তম ম্যাচ খেলার নজির গড়লেন ধোনি।
নিজস্ব প্রতিবেদন: আইপিএলে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মাঠে নেমে হার মহেন্দ্র সিং ধোনির দলের। রাজস্থান রয়্যালসের কাছে হেরে অঙ্কের বিচারে প্লে-অফে যাওয়ার যে টুকু আশা ছিল তা কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল চেন্নাইয়ের। ৭ উইকেটে সিএসকে-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল রাজস্থান রয়্যালস।
চেন্নাইয়ের ১২৬ রানের টার্গেট তাড়া করতে নেমে দীপক চাহারের জোড়া ধাক্কায় মাত্র ২৮ রানে তিন উইকেট হারিয়ে বসে রাজস্থান। বেন স্টোকস (১৯), রবিন উথাপ্পা (৪),সঞ্জু স্যামসন(০) দ্রুত ফিরে যান। এরপর অধিনায়ক স্টিভ স্মিথ ও জোস বাটলারের ৯৮ রানের অপরাজিত পার্টনারশিপ রাজস্থানকে জয় এনে দিল। ৪৮ বলে ৭০ রানে অপরাজিত থাকেন বাটলার। স্মিথ ২৬ রানে নটআউট থাকেন। ১৫ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় রাজস্থান রয়্যালস।
আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ তম ম্যাচ খেলার নজির গড়লেন ধোনি। আইপিএলের ২০০ তম ম্যাচে টস করতে নেমে জিতলেন ধোনি। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এমএসডি। কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে চেন্নাই। ফাফ দু প্লেসি(১০), শেন ওয়াটসন (৮), স্যাম কুরান (২২), আম্বাতি রায়াডু(১৩) রান করেন। মহেন্দ্র সিং ধোনি ২৮ এবং রবীন্দ্র জাদেজা ৩৫ রান করেন। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে চেন্নাই।
আরও পড়ুন- ২০২১ সালে ভারতে বিশ্বকাপের জন্য ICC-র কাছে ভিসার নিশ্চয়তা চায় পাকিস্তান