IPL 2020: হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে নামার আগে সতীর্থদের কী বললেন আরসিবি অধিনায়ক কোহলি?
নক আউট পর্বে মাঠে নামার আগে দলকে উজ্জীবিত করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি।
নিজস্ব প্রতিবেদন: ২০২০ সালের আইপিএলের লিগ পর্ব শেষ। বৃহস্পতিবার থেকে শুরু প্লে-অফের লড়াই। শুক্রবার এলিমিনেটরে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এলিমিনেটরে হারলেই আইপিএল অভিযান শেষ। নক আউট পর্বে মাঠে নামার আগে দলকে উজ্জীবিত করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি।
চার বছর পর আবার আইপিএলের প্লে-অফে আরসিবি। ২০১৬ সালে শেষবার প্লে-অফে খেলেছিল বিরাট কোহলির দল। আর তাই এবার নিজেদের সেরাটা দিয়ে ট্রফি জিততে মরিয়া কোহলি অ্যান্ড কোম্পানি। আরসিবির পোস্ট করা একটা ভিডিয়োতে দেখা গিয়েছে প্লে-অফ নিয়ে কোচ ক্যাপ্টেন দলকে উজ্জীবিত করেন।
দলকে উজ্জীবিত করতে গিয়ে ক্যাপ্টেন কোহলি বলেন, "আবুধাবিতে আসার পর থেকেই প্রতিটা মুহূর্ত আমাদের সঙ্গী চ্যালেঞ্জ। বায়ো বাবলের সঙ্গে বাইশ গজে লড়াই। এখন আমরা লাস্ট ল্যাপে পৌঁছে গিয়েছি। এখান থেকে টুর্নামেন্টের জন্য আরও অনেক মজা অপেক্ষা করছে। আড়াই মাসের সব পরিশ্রম শেষে একটাই লক্ষ্য আমাদের সামনে অপেক্ষা করছে।"
আরও পড়ুন - নির্বাসন শেষ হতেই আইসিসি র্যাঙ্কিংয়ে সিংহাসন ফিরে পেলেন সাকিব আল হাসান