নিজস্ব প্রতিবেদন:  আমিরশাহি আইপিএলের দ্বিতীয় লেগে শুক্রবার অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। আবুধাবিতে নাইটদের সামনে মুম্বই ইন্ডিয়ানস। সাত ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট ১০। সাত ম্যাচে কলকাতার পয়েন্ট ৮। এই মুম্বইয়ের বিরুদ্ধেই এবারের আইপিএলে অভিযান শুরু করেছিল কেকেআর। প্রথম ম্যাচেই হেরেছিল দীনেশ কার্তিকের দল। সেদিক থেকে দেখতে গেলে শুক্রবার আবু ধাবিতে বদলার ম্যাচ নাইট শিবিরের কাছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে সুনীল নারিন কাঁটা থাকছেই কলকাতার সঙ্গে। মুম্বইয়ের বিরুদ্ধেও সম্ভবত নারিনকে ডাগআউটে রেখেই নামবে কেকেআর। আইপিএলে এখনও জ্বলে উঠতে পারেনি আন্দ্রে রাসেল। দ্বিতীয় লেগে মরু শহরে আইপিএলে রাসেল ঝড়ের দেখা মিলবে কিনা জানা নেই। প্যাট কামিন্স কিংবা মরগ্যানকেও সেভাবে কুড়ি-কুড়ির ক্রিকেটে বিধ্বংসী মেজাজে এখনও পায়নি কলকাতা। দল হিসেবে কলকাতা একেবারেই ধারাবাহিক নয়।  


অন্যদিকে প্রতিপক্ষ মুম্বই অনেকটাই গোছানো। রানের মধ্যে রয়েছেন কুইন্টন ডি'কক, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ইশান কিষানরা। বল হাতে ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরাহ, প্যাটিনসনরা রোহিতের বড় ভরসা।  কেকেআরকে হারিয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করতে চাইছে মুম্বই ইন্ডিয়ানস।      



আরও পড়ুন -কিং কোহলির কুসংস্কার! বাইশ গজে ব্যাটিংয়ের সময় বিরাট এটাই করে থাকেন