IPL 2020: জুটিতে লুটি; বিরাট কোহলির পোস্টে মন ছুঁয়ে গেল নেটিজেনদের
আইপিএলে একই দলে খেলার সুবাদে দু`জনের বন্ধুত্ব। সেই বন্ধুত্ব অটুট।
নিজস্ব প্রতিবেদন: দু'জনের বন্ধুত্বের কথা ক্রিকেটপ্রেমীদের জানা। বিরাট কোহলি বলেন, তিনি এবি ডিভিলিয়ার্সের ফ্যান। আবার এবি বলেন, তিনি কোহলির ব্যাটিং দেখে মুগ্ধ হন। আইপিএলে একই দলে খেলার সুবাদে দু'জনের বন্ধুত্ব। সেই বন্ধুত্ব অটুট। সময়, সুযোগ হলেই একে অপরের গুণগান করেন।
আমিরশাহি আইপিএলে প্রথম তিন ম্যাচের মধ্যে দুটো জিতে শুরুটা ভালো করেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসকে সুপার ওভারে হারিয়ে জয়ে ফিরেছে আরসিবি। মুম্বইয়ের বিরুদ্ধে সুপার ওভারে বিরাট কোহলি-এবি ডিভিলিয়ার্স যুগলবন্দি দুরন্ত জয় এনে দিয়েছে। অফ দ্য ফিল্ড হোক কিংবা অন দ্য ফিল্ড হোক দুজন যেন জুটিতে লুটি। তাই তো ম্যাচ শেষে এবিডি-র সঙ্গে একটা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বিরাট কোহলি।
আর বিরাট-এবিডি যুগলবন্দির ছবি পোস্ট করে কিং কোহলি লিখলেন, " খেলার বিশেষ দিক হল বন্ধুত্ব। এবং সফরে দলের একে অপরের প্রতি শ্রদ্ধা। খেলা সত্যিই সুন্দর। " বিরাট কোহলির পোস্ট করা এই ছবি মন ছুঁয়ে গেছে নেটিজেনদের।
আরও পড়ুন - ফের জয় মেসিদের, ১০ জনের বার্সেলোনা উড়িয়ে দিল প্রতিপক্ষকে