নিজস্ব প্রতিবেদন: 'লাফাও! তু ফ্যান নেহি, তুফান হ্যায়!' নতুন ফ্যান অ্যান্থেম দিয়ে মঙ্গলবার এভাবেই নাইট সমর্থকদের চাঙ্গা করেন কেকেআর কর্ণধার শাহরুখ খান। নাইট ফ্যানরা চাঙ্গা হলেও কেকেআরের ব্যাটিং তো বাইশ গজে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। সৌজন্যে মহম্মদ সিরাজ। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান তুলল কেকেআর। জয়ের জন্য বিরাটদের টার্গেট ৮৫ রান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



অফ ফর্মে থাকা আন্দ্রে রাসেলকে বাদ দিয়েই মাঠে নামে কেকেআর। দলে নেই সুনীল নারিনও।  আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক ইয়ন মরগ্যান। মহম্মদ সিরাজের দাপটে টপ অর্ডার ধস নামল। শুভমান গিল (১), রাহুল ত্রিপাঠি (১), নীতিশ রানা (০), টম ব্যান্টন (১০) দীনেশ কার্তিক (৪) ফিরে যান তখন কেকেআরের স্কোর বোর্ডে রান মাত্র ৩২। একা লড়াই চালালেন অধিনায়ক ইয়ন মরগ্যান। ৩৪ বলে ৩০ রান করলেন তিনি। আর শেষ দিকে ১৬ বলে অপরাজিত ১৯ রান করেন লকি ফার্গুসন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৪ রান তুলল কেকেআর । আরসিবি-র হয়ে মহম্মদ সিরাজ ৩ উইকেট নিলেন। ২টি উইকেট নিলেন যুজবেন্দ্র চাহল।


 


আরও পড়ুন - করোনা উদ্বেগের মাঝে বিরাট দল নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে কিং কোহলির টিম ইন্ডিয়া