IPL 2020: প্রথম জয়ের খোঁজে ... আজ মুখোমুখি KKR-SRH; কখন, কোথায় দেখবেন Live; জেনে নিন
পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে SRH আর আট নম্বরে KKR। সাত বনাম আটের লড়াইয়ে যে জিতবে পয়েন্ট টেবিলে তারাই এগিয়ে যাবে।
নিজস্ব প্রতিবেদন: আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের কাছে হারের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়াতে নাইটরা। অন্যদিকে হায়দরাবাদও আইপিএলে তাদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে গিয়েছে। আবু ধাবিতে আমিরশাহি আইপিএলে প্রথম জয়ের খোঁজে কলকাতা ও হায়দরাবাদ। পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে SRH আর আট নম্বরে KKR। সাত বনাম আটের লড়াইয়ে যে জিতবে পয়েন্ট টেবিলে তারাই এগিয়ে যাবে।
কলকাতায় যেমন আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, সুনীল নারিন, শুভমন গিল, ইয়ন মর্গ্যানরা রয়েছেন ঠিক তেমনই অন্যদিকে ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে, রশিদ খানের মতো ক্রিকেটাররা রয়েছেন হায়দরাবাদে। হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের অপেক্ষা। মুম্বইয়ের বিরুদ্ধে চেনা মেজাজে পাওয়া যায়নি কামিন্স- রাসেলদের। প্রথম ম্যাচে রান পাননি ডেভিড ওয়ার্নারও।
#আজ কোথায় হবে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি?
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি হবে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।
#কখন শুরু KKR বনাম SRH ম্যাচ?
ভারতীয় সময় সন্ধে ৭:৩০-এ শুরু হবে KKR বনাম SRH ম্যাচ।
#কোথায় দেখবেন আইপিএলের ম্যাচটি?
ভারতে আইপিএলের সব ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
#কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+Hotstar-এ।
আরও পড়ুন - IPL 2020: পৃথ্বির ঝোড়ো ব্যাটিং, চেন্নাইকে হারিয়ে লিগের মগডালে দিল্লি