নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএল জয়ে ফিরল চেন্নাই। দ্বিতীয় ম্যাচে চেনা ছন্দে দেখা গেল সিএসকেকে (CSK)-কে। পাঞ্জাবকে ৬ উইকেটে হারাল ধোনির দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত মরশুমে প্লে-অফে ছিল না চেন্নাই। যা আইপিএলের ইতিহাসে আগে কখনও হয়নি। আর এবার? শুরুটা কিন্তু একেবারেই ভালো হয়নি। প্রথম ম্যাচে দিল্লির কাছে হেরে চাপে ছিল সিএসকে। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ধোনি। বল হাতে রীতিমতো ভেলকি দেখালেন দীপক চাহার। একাই নিলেন চারটি উইকেট। এই তরুণ স্পিনারকে যোগ্য সঙ্গত দিলেন কুরান, মইন আলি, ব্র্যাভো। একটি করে উইকেট পেয়েছেন তাঁরাও। নির্ধারিত ওভারে ১০৬ রানে শেষ হয় কিংস ইলেভেন পাঞ্জাবের ইনিংস।


 



জবাবে ব্যাট করতে নেমে অযথা তাড়াহুড়ো করেননি চেন্নাই। বরং কিছুটা ঢিমেতালেই খেলছিল তারা। ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ১৬ বলে মাত্র ৫ রান করেন!কিন্তু ৩ নম্বরে মইন আলি নামতেই বদলে যায় পরিস্থিতি। মাত্র ৩১ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। ডু’প্লেসি করেন ৩৩ বলে ৩৬ রান। মাত্র ১৫ ওভার ৪ বলেই ১০৭ রানের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় সিএসকে (CSK)। এই জয়ের ফলে এই মরশুমে খাতা খুলল চেন্নাই।