নিজস্ব প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরশাহির আইপিএল (IPL) ফ্যানেদের জন্য সুসংবাদ। দ্বিতীয় পর্বের টুর্নামেন্টে তাঁরা টিভি-তে নয়, মাঠে গিয়েই প্রিয় দলের খেলা দেখতে পারবেন, যদি করোনা টিকা নেওয়া হয়ে গিয়ে থাকে তবেই। এমনটাই রিপোর্ট ক্রিকবাজ-এর। করোনা বিধ্বস্ত ভারতে ফাঁকা মাঠে ক্লোজড ডোর আইপিএলের (IPL 2021) প্রথম ভাগ অনুষ্ঠিত হয়েছিল। বিসিসিআই ও এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মধ্যে মাঠে দর্শক সমাগমের বিষয়ে কথা চলছে। জানা যাচ্ছে যে, ৫০ শতাংশ দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: এবার খুনের তথ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগ! আরও বিপাকে অলিম্পিক্স পদকজয়ী Sushil Kumar


দেখতে গেলে মরুদেশেপ প্রায় অধিকাংশ নাগরিকেরই টিকাকরণ হয়ে গিয়েছে। ফলে অসুবিধা হওয়ার কথা নয়। অন্যদিকে জানা যাচ্ছে যে, বিসিসিআই-এর চার কর্তা এখনই দুবাই পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন বোর্ডের কোষাধক্ষ্য অরুণ সিং ধুমাল, সহ-সচিব রাজীব শুক্লা, যুগ্ম-সচিব জয়েশ জর্জ। এই করোনা আবহে ভারতের সঙ্গে মরুদেশের উড়ান যদিও বন্ধ রয়েছে, কিন্তু ইসিবি সেদেশের সরকারের সঙ্গে কথা বলে বিশেষ অনুমোদন চেয়ে নিয়েছে ভারতীয় বোর্ড কর্তাদের আসার ব্যাপারে। জানা যাচ্ছে সেপ্টেম্বরের ১৯ থেকে অক্টোবরের ১০ পর্যন্ত হতে পারে চোদ্দতম আইপিএলের দ্বিতীয় পর্ব।