নিজস্ব প্রতিবেদন: চিপকে দিল্লি ক্যাপিটালস (DC) বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (MI) ম্যাচে একাই সব আলো শুষে নিলেন অমিত মিশ্র (Amit Mishra)৷ কে বলবে দিল্লির এই স্পিনারের বয়স এখন ৩৮, দেশের হয়ে পাঁচ বছর আগে শেষবার খেলেছেন! মঙ্গলবার চিপকে কথা বলল অমিতের বিশাল অভিজ্ঞতা৷ তাঁর স্পিনের জালে জড়িয়ে গেল পাঁচবারের চ্যাম্পিয়ন দল৷ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই মুখ থুবড়ে পড়ল৷ ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রানে থামল মুম্বই৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অমিত-বিক্রমের সামনে দাঁড়াতেই পারল না মুম্বইয়ের বিশ্ববন্দিত ব্যাটিং লাইন-আপ৷ একমাত্র রান পেলেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)৷  তিনি ৩০ বলে ৪৪ রানের ইনিংস না খেললে, মুম্বইয়ের ১০০ পার করতে মাথার ঘাম পায়ে পড়ে যেত! রোহিত ছাড়া গোটা দলে আর বাকি তিনজন ব্যাটে অবদান রাখলেন৷ তাও আহামরি কিছু না৷ সদ্য জাতীয় দলে অভিষেক করা সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও ঈশান কিশান (Ishan Kishan) যথাক্রমে ২৪ ও ২৬ রান করলেন৷ জয়ন্ত যাদবের ব্যাট থেকে এল ২৩ রান৷ কুইন্টন ডি কক, পাণ্ডিয়া ব্রাদার্স ও কায়রন পোলার্ডের মতো দলের তারকা ব্যাটসম্যানদের রান উল্লেখ করার মতো নয়৷


অমিত মিশ্র এদিন চার ওভার বল করে দিলেন মাত্র ২৪ রান৷ তুলে নিলেন মুম্বইয়ের চার উইকেট৷ প্রাক্তন জাতীয় ক্রিকেটারের শিকার যাঁরা হলেন, তাঁরা বর্তমান আন্তর্জাতিক তারকা৷ তালিকায় রোহিত, ঈশান, হার্দিক ও পোলার্ড৷ আবেশ খান পেলেন দুই উইকেট৷ মার্কাস স্টোইনিস, কাগিসো রাবাদা ও ললিত যাদব পেলেন একটি করে উইকেট৷ দিল্লির অসাধারণ বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করল মুম্বই৷