নিজস্ব প্রতিবেদন: ডেভিড ওয়ার্নারের (David Warner) সানরাইজার্স হায়দরাবাদ (SRH) এখনও পর্যন্ত আইপিএলে (IPL 2021) নিজেদের খাতা খুলতে পারেনি৷ টানা তিন ম্যাচ হেরে লিগ তালিকায় সবার শেষে হায়দরাবাদ৷ বলাই বাহুল্য যে প্লে-অফের রাস্তা তাদের রীতিমতো কঠিন হয়ে পড়েছে৷ খেলোয়াড়দের মধ্যে হারের প্রভাব পড়লেও তাঁরা কিন্তু নিজেদের হাল্কা রাখতে মজা-খুনসুটি করেই থাকেন৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিন সাতেক আগে সেরকমই এক মজার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন আফগান সুপারস্টার রশিদ খান (Rashid Khan)৷ সেখানে দেখা যাচ্ছে যে একটি বিজ্ঞাপনী শুটিংয়ের ফ্লোরে টিম সানরাইজার্স৷ আর শুটিং শুরুর আগেই চেয়ারে বসে ঢুলছেন দলের ব্যাটসম্যান মণীশ পাণ্ডে (Manish Pandey)৷ মণীশের ঘুম ভাঙতেই তিনি বুঝে যান যে তাঁর ঘুমের মুহূর্ত তাঁর সতীর্থ রশিদ রেকর্ড করে ফেলেছেন৷ আর পুরো ব্যাপারটা বুঝে মণীশ লাজুক মুখেই হেসে ফেলেন৷ রশিদ ভিডিও-তে লিখেছেন, ''শুটিং শুরুই হল না৷ তার আগে একজন ঘুমিয়ে পড়ল!"



আরও পড়ুন: IPL 2021: রমজানের উপবাস করছেন Williamson-Warner! দেখে মুগ্ধ Rashid Khan


চলতি বছর ওয়ার্নারের অরেঞ্জ আর্মি খেতাব জয়ের জন্য মরিয়া ছিল। ২০১৬ সালের চ্যাম্পিয়ন টিম সানরাইজার্স চারবার প্লে-অফ খেলেছে। একবার রানার্স হয়েছে। এবার ট্রফির জন্যই ঝাঁপাতে চেয়েছিল নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। কিন্তু শুরু থেকেই ছন্দ কেটে যায় টিমের৷ দলের স্টার প্লেয়ার কেন উইলিয়ামসন বসিয়ে রাখার জন্যও হায়দরাবাদকে দুষেছেন ফ্যান থেকে প্রাক্তন ক্রিকেটাররা৷