নিজস্ব প্রতিবেদন: চার মাস পর ফের প্রতিদ্বন্দ্বিতা মূলক ক্রিকেট খেলতে চলেছেন এমএস ধোনি (MS Dhoni)। আর কিছুক্ষণের মধ্যেই আইপিএলের দ্বিতীয় পর্বের শুভারম্ভে শরিক হচ্ছেন তিনিও। দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। আর এই আইপিএলে অনন্য  ইতিহাস লিখতে চলেছেন 'ক্যাপ্টেন কুল' ধোনি। অধিনায়ক হিসাবে রেকর্ডের সামনে মাহি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IPL 2021, Rohit Sharma: প্রথম ভারতীয় হিসাবে এক অনন্য মাইলস্টোনের সামনে হিটম্যান


ইয়েলো আর্মির সেনাপতি প্রথম ক্যাপ্টেন হিসাবে আইপিএলে ২০০ ম্যাচে নেতৃত্ব দিতে চলেছেন। ধোনি ১৯৫ বার চেন্নাইকে নেতৃত্ব দিয়েছেন। বিরাট কোহলির থেকে ৬৩ বার বেশি। আইপিএলের প্রথম পর্বে ৭ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। সংযুক্ত আরব আমিরশাহীতে গ্রুপ পর্যায়ের ম্যাচ শেষ হওয়ার আগেই ক্যাপ্টেন হিসাবে অনন্য ডাবল সেঞ্চুরি করা হয়ে যাবে ধোনির। অধিনায়ক হিসাবে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় একে ধোনি (১৯৫), দুয়ে বিরাট কোহলি (১৩২), তিনে গৌতম গম্ভীর (১২৯), চারে রোহিত শর্মা (১২৩) পাঁচে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট (৭৪)।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)