নিজস্ব প্রতিবেদন: শীতল মস্তিষ্কে প্রতিপক্ষকে মাটি ধরানো কিংবা কঠিন পরিস্থিতিতে ম্যাচ বার করে আনা। বছরের পর বছর এসব অবলীলায় করার জন্যই বাইশ গজ তাঁকে 'ক্যাপ্টেন কুল' বলে ডাকে। এমএস ধোনি (MS Dhoni) বলতেই চোখের সামনে ফুটে ওঠে ঠান্ডা মাথার দুরন্ত এক অধিনায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এও ঠিক যে, ধোনিও রেগে যান মাঝে মধ্যে, মেজাজ হারান তিনিও! যদিও ধোনির বর্ণাঢ্য কেরিয়ারে এমন ঘটনা খেলার মাঠে একেবারেই হাতে গোনা। আর যখনই 'কুল' ক্যাপ্টেন রেগে 'হট হয়ে যান, তখনই সেটা খবর হয়ে যায়। ঠিক যেমনটা ঘটল রবিবার আইপিএলে (IPL 2021) মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের (MI vs CSK) ম্যাচে।



আরও পড়ুন: IPL 2021, MI vs CSK: আইপিএল 'এল ক্লাসিকো' জিতল ধোনির দুরন্ত চেন্নাই


চেন্নাইয়ের ১৫৬ রান তাড়া করতে নেমেছিল মুম্বই। তাদের ইনিংসের ১৮ নম্বর ওভারের ঘটনা এটি। দীপক চাহারের বল স্কুপ করতে গিয়েছিলেন সৌরভ তিওয়ারি (Saurabh Tiwary) কিন্তু ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ না হওয়ায় বল টপ এজ হয়ে ওপরে উঠে যায়। উইকেটের পিছনে ধোনির থেকে বেশ কিছুটা দূরত্বে দাঁড়িয়ে ছিলেন ডোয়েন ব্র্যাভো। দেখতে গেলে ক্যাচটি তাঁর হাতেই আসছিল। কিন্তু ধোনি ছুটে যান বলটি তালুবন্দি করার জন্য।


ঘটনাচক্রে ক্যাচটি হাতছাড়া করেন বিশ্ববন্দিত উইকেটকিপার। ব্র্যাভোর সঙ্গে ভুল বোঝাবুঝিতেই এমন পরিণতি হয়। আর এতেই বেজায় রেগে যান চেন্নাইয়ের ক্যাপ্টেন। প্রিয় বন্ধু ব্র্যাভোর ওপরেই মেজাজ দেখান তিনি। ক্যাচ মিস হলেও, চেন্নাইয়ের ম্যাচ মিস হয়নি যদিও। ২০ রানে মুম্বইকে হারিয়েই লিগ তালিকায় সবার ওপরে (৮ ম্যাচে ১২ পয়েন্ট ) চলে এসেছে ইয়েলো আর্মি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)