নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তানে এই মুহূর্তে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, তাতে করে আগামী মাসে রশিদ খান (Rashid Khan) ও মহম্মদ নবিদের (Mohammed Nabi) আইপিএলের (IPL 2021) দ্বিতীয় পর্বে অংশগ্রহণ নিয়ে এক অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আফগানিস্তানের দুই তারকা ক্রিকেটার রশিদ ও নবি এই মুহূর্তে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। হান্ড্রেড টুর্নামেন্ট খেলছেন তাঁরা। রশিদের দল ট্রেন্ট রকেটস ও নবির ফ্র্যাঞ্চাইজি লন্ডন স্পিরিটস। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু আইপিএল। রশিদ-নবি দু'জনেই খেলেন সানরাইজার্স হায়দরাবাদে (Sunrisers Hyderabad)। 


আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তানে ভয়ঙ্কর অবস্থা, ভারাক্রান্ত হৃদয়ে টুইট করলেন Rashid Khan


বিসিসিআই আফগানিস্তানের পরিস্থিতির ওপর এই মুহূর্তে নজর রাখছে। আশা করছে রশিদরা হয়তো আইপিএলে অংশ নেবেন। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বোর্ডের সূত্র জানাচ্ছে,“আমরা আফগানিস্তানের ওপর নজর রাখছি। এখনও এই নিয়ে বলার সময় আসেনি। আমাদের জন্য় কিছুই বদলায়নি। আমরা আশা করি রশিদ সহ বাকি আফগানিস্তানের ক্রিকেটাররা আইপিএলে অংশ নেবেন। " 


রশিদ-নবিদের হান্ড্রেড শেষ হবে ২১ অগাস্ট। এখন দেখার তাঁরা নিজের দেশে ফিরে আসেন, নাকি বিসিসিআই তাঁদের জন্য চার্টার বিমানের ব্যবস্থা করে যুক্তরাষ্ট্র থেকে মরুদেশে উড়িয়ে আনে! রশিদরা আফগানিস্তানের অশান্ত পরিবেশ নিয়ে চিন্তিত। নবিরা গোটা বিশ্বের সাহায্য চেয়েছেন এই পরিস্থিতি থেকে তাঁদের দেশকে বার করে আনার জন্য়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)