সানরাইজার্স হায়দরাবাদ ১৪১/৭
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৩৭/৬
৪ রানে জয়ী সানরাইজার্স


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজস্ব প্রতিবেদন: প্লে-অফের টিকিট আগেই কাটা হয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royals Challengers Bangalore)। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের (SunRisers Hyderabad) বিরুদ্ধে ম্যাচটা বিরাট কোহলিদের (Virat Kohli) কাছে ছিল এক কথায় নিয়মরক্ষার। কিন্তু আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওভারের থ্রিলারে বিরাটদের হারিয়ে দিলেন কেন উইলিয়ামসনরা। আরসিবি-র কাছে এই ম্যাচ হার-জিতের আলাদা একটা তাৎপর্য ছিল। এদিন জিততে পারলেই চেন্নাইকে টপকে লিগ তালিকায় দুয়ে আসতে পারত আরসিবি। কিন্তু কেনেদের কাছে হের কোহলিদের 'সেকেন্ড বয়' হওয়া হল না।


আরও পড়ুন: IPL 2021: জসপ্রীত বুমরাকে পিছনে ফেলে অনন্য আইপিএল নজির হর্ষল প্যাটেলের


এদিন টস জিতে কোহলি ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে ছিলেন কেনদের। আরসিবি-র বোলাররা সানরাইজার্সকে ১৪১ রানের মধ্যে বেঁধে দিয়েছিল। 'অরেঞ্জ আর্মি'র হয়ে ওপেনার জেসন রয় (৪৪) ও তিনে ব্যাট করতে আসা ক্যাপ্টেন কেন (৩১) রানের মুখ দেখেন। এই দুই ব্যাটার ছাড়া বাকি সকলেই ২০ রানের মধ্যেই ফিরে গিয়েছেন। আরসিবি-র হয়ে তিন উইকেট নেন হর্ষল প্যাটেল। এদিন নির্ধারিত কোটার চার ওভার বল করে ৩৩ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন। হর্ষল এদিন কেন, ঋদ্ধিমান সাহা এবং জেসন হোল্ডারকে আউট করেন। 



এই রান তাড়া করতে নেমে শুরুতেই বিরাট ফিরে যান। ভুবনেশ্বর কুমারের বলে মাত্র ৫ রান করে এলবিডব্লিউ হয়ে যান ক্যাপ্টেন কোহলি। এরপর দ্বিতীয় ওপেনার দেবদত্ত পাড়িক্কল ইনিংস সামাল দেন। কিন্তু তাঁকে সঙ্গ দিতে আসা ড্যান ক্রিস্টিয়ান (১) ও শ্রীকর ভারত (১২) আসেন আর ফিরে যান। এরপর গ্লেন ম্যাক্সওয়েল ক্রিজে থাকেন বেশ কিছুক্ষণ। তিনি ৪০ রানে রানআউট হয়ে যান দুর্ভাগ্যজনক ভাবে। তিনি ফেরার পরে পরেই পাড়িক্কলও (৪১) ফিরে যান। শেষ ওভারে জয়ের জন্য আরসিবি-র ১৩ রান প্রয়োজন ছিল, সেখান থেকে টার্গেট হয়ে দাঁড়ায় ১ বলে ৬ রান। কিন্তু এবি ডিভিলিয়ার্স পারলেন না ফিনিশিং লাইন ক্রস করাতে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)