নিজস্ব প্রতিবেদন: এবারের আইপিএলে (IPL 2021) মাত্র এক ম্যাচ খেলেই আঙুল ভেঙেছেন বেন স্টোকস (Ben Stokes)৷ চোট নিয়ে দেশে ফিরে গিয়েছেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিশ্ববন্দিত ব্রিটিশ অলরাউন্ডার৷ এবারের মতো তাঁর আইপিএল খেলা হবে না আর৷ তবে স্টোকস ম্যাচের খোঁজখবর রাখছেন রীতিমতো৷ এবার কিংবদন্তি সুনীল গাভাস্করের (Sunil Gavaskar) ক্রিকেট জ্ঞান নিয়ে মশকরা করলেন তিনি৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত রবিবার ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংসের (DC VS PBKS) ম্যাচ ছিল৷ খেলা চলাকালীন গাভাস্কর দিল্লির প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার (Kagiso Rabada) বোলিং নিয়ে কড়া সমালোচনা করেছিলেন কমেন্ট্রি বক্সে৷ পঞ্জাবের ১১ নম্বর ওভারে রাবাদা ২০ রান হজম করেছিলেন৷ ময়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) রাবাদাকে জোড়া ছক্কা হাঁকান৷ পাশাপাশি অধিনায়ক কেএল রাহুলও (KL Rahul) মারেন একটি ছয়৷ রাবাদাকে মার খেতে দেখে গাভাস্কর বলেন, "অত্যন্ত খারাপ বাউন্সার৷ বাউন্সার দিলে অফ স্টাম্পের ওপর রেখেই দেওয়া উচিত৷" গাভাস্কররে এই লাইন তুলে স্টোকস ট্যুইট করেন, আমার উত্তর, "সরাসরি অফ স্টাম্পের ওপরেই বাউন্সার লাইন" এর সঙ্গেই স্টোকস জুড়ে দেন ফেসপাম ইমোজি!



আরও পড়ুনIPL 2021: জার্সিতে লেখা প্রয়াত বাবার নাম! আবেগ ধরে রাখতে পারলেন না Ben Stokes


স্টোকস দেশে ফেরার আগে রাজস্থান এমন এক ফেয়ারওয়েল দিয়েছে যা স্টোকস আজীবন মনে রাখবেন। রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন (Sanju Samson) স্টোকসকে যে জার্সি তুলে দেন সেখানে লেখা ছিল জেরার্ড! স্টোকসের বাবা জেরার্ড স্টোকস প্রয়াত হন গত বছর ডিসেম্বরে৷ স্টোকসের বাবাকে এভাবেই শ্রদ্ধা জানিয়েছে রাজস্থান। যা দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি স্টোকসি।