IPL 2021: জার্সিতে লেখা প্রয়াত বাবার নাম! আবেগ ধরে রাখতে পারলেন না Ben Stokes

দেশে ফিরে যাচ্ছেন বেন স্টোকস। চলতি আইপিএলে  আর একটি ম্যাচও খেলা হবে না রাজস্থান রয়্যালসের মহাতারকার।

Updated By: Apr 18, 2021, 06:10 PM IST
IPL 2021: জার্সিতে লেখা প্রয়াত বাবার নাম! আবেগ ধরে রাখতে পারলেন না Ben Stokes

নিজস্ব প্রতিবেদন: দেশে ফিরে যাচ্ছেন বেন স্টোকস (Ben Stokes)। চলতি আইপিএলে (IPL 2021) আর একটি ম্যাচও খেলা হবে না রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মহাতারকার। এই মরসুমে পঞ্জাব কিংস এর বিরুদ্ধে একটি ম্যাচই খেলেছিলেন তিনি। আর সেই ম্যাচে ক্রিস গেইলের (Chris Gayle) ক্যাচ ধরতে গিয়ে হাতের আঙুল ভেঙে যায় স্টোকসের। চোটের জন্যই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন স্টোকস।

তবে তাঁকে দেশে ফেরার আগে রাজস্থান এমন এক ফেয়ারওয়েল দিল যা স্টোকস আজীবন মনে রাখবেন। রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন (Sanju Samson) স্টোকসকে যে জার্সি তুলে দেন সেখানে লেখা ছিল জেরার্ড! স্টোকসের বাবা জেরার্ড স্টোকস প্রয়াত হন গত বছর ডিসেম্বরে স্টোকসের বাবাকে এভাবেই শ্রদ্ধা জানাল রাজস্থান। যা দেখে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না স্টোকসি। রাজস্থান সেই ভিডিও ট্যুইট করেছে। ভিডিও রয়েছে ইউটিউবেও।