নিজস্ব প্রতিবেদন: প্লে-অফে চলে গিয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। এই মুহূর্তে লিগ তালিকায় দুয়ে এমএস ধোনি (MS Dhoni) অ্য়ান্ড কোং। এই অবস্থায় বড় ধাক্কা খেল 'হলুদ বাহিনী'। ইংল্যান্ডের স্টার অলরাউন্ডার স্যাম কারেন (Sam Curran) চোটের জন্য ছিটকে গেলেন আইপিএল (IPL 2021) থেকে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলার সময় কারেন পিঠে চোট পেয়েছিলেন। পরে স্ক্যান রিপোর্টে জানা যায় যে, তাঁর পিঠের নীচের দিকে চোট লেগেছে। শুধু আইপিএল নয়, কারেনের ইংল্যান্ডের জার্সিতে আসন্ন টি-২০ বিশ্বকাপও খেলা হবে না। স্যামের পরিবর্তে তাঁর ভাই টম কারেন জায়গা পেয়েছেন ইংল্যান্ড টিমে। টম আইপিএল খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। টমের সঙ্গে রেসে টপলেকে ইংল্যান্ড নিয়েছে রিজার্ভ ক্রিকেটার হিসাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Imran Khan Birthday: রেখা থেকে মুনমুন! যে নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন ইমরান



আরও পড়ুন: IPL 2022 : 'নতুন আইপিএল দলগুলির দাম হবে কম করে ৩০০০ কোটি টাকা'


আগামী কয়েক দিনের মধ্যে স্যাম আইপিএল বায়ো-বাবল ছেড়ে নিজের দেশে ফিরে যাবেন। সেখানে তাঁর পরবর্তী স্ক্যান হবে। বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে আরসিবি। চলতি আইপিএলে স্য়াম ছিলেন দারুণ ছন্দে। ৯ ম্যাচ খেলেছিলেন তিনি। ব্যাট হাতে ৫৬ রান করেছেন তিনি। পাশাপাশি ৯ উইকেট তুলে নেন তিনি। যদিও দলে নিয়মিত সদস্য ছিলেন না স্যাম। টিম ম্যানেজমেন্ট তাঁর পরিবর্তে ডোয়েন ব্র্যাভোকে (Dwayne Bravo) খেলিয়েছে। গতকাল দুবাইয়ে শেষ ওভারের রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লি ক্যাপিটালস তিন উইকেটে চেন্নাইকে হারিয়ে দেয়। উইন্ডিজ পাওয়ারহিটার ১৮ বলে অপরাজিত ২৮ রানের ইনিংস খেলেই ম্যাচের রং বদলে দেন। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ফের লিগ টেবিলের শীর্ষে চলে আসে পন্থ অ্যান্ড কোং।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)