নিজস্ব প্রতিনিধি: পরিবার বলতে স্ত্রী ও দুই কন্যা। যাঁদের ভালবাসায় মুড়ে রাখেন ডেভিড ওয়ার্নার (David Warner)। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ক্রিকেটার এখন ভারতে আটকে পড়েছেন। তাঁর প্রিয়জনেরা আছেন অস্ট্রেলিয়ায়। বাবার জন্য মন খারাপ ওয়ার্নারের ছোট্ট মেয়ে আইভির। সে খাতায় নিজের মতো করে পরিবারের সবার ছবি এঁকেছে। সেখানে আইভি লিখেছে, "বাবা সোজা বাড়ি এসো। আমরা তোমাকে খুব মিস করছি। তোমাকে খুব ভালবাসি।" ওয়ার্নার পরিবারকে এতটাই ভালবাসেন যে, চেন্নাই-হায়দরাবাদ ম্যাচে একটি পার্সোনালাইজড জুতো পরেছিলেন তিনি। যে জুতোর পিছনে খোদাই করে স্ত্রী ও কন্যাদের নাম লেখা ছিল। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IPL 2021:পরিবার থেকে বহু দূরে তিনি! এভাবেই জুড়ে থাকলেন David Warner, রইল ভালবাসার ভিডিয়ো


ওয়ার্নার চেষ্টা করেও দেশে ফিরতে পারবেন না।করোনা আবহে আগামী ১৫ মে পর্যন্ত ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। সঙ্গে কোভিড বিধি আরও কড়া করেছে ক্যাঙারুর দেশ। এর আগে ভারত থেকে অস্ট্রেলীয় নাগরিকদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দিয়েছিল অজি সরকার। কিন্তু এবার দেশবাসীকে দেশে ফেরার রাস্তাটাই বন্ধ করে দিল তারা।সে দেশের স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট জানিয়েছেন যে, গত ১৪ দিনের মধ্যে যাঁরা অস্ট্রেলিয়া থেকে ভারতে গিয়েছেন এবং এই সময় অস্ট্রেলিয়ায় ফেরার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই নিষেধাজ্ঞা জারি হবে। আর এই নিয়মের ব্যতিক্রম হবে না ভারতে আইপিএল খেলতে বা ধারাভাষ্য দিতে আসা নাগরিকদের। এই নির্দেশ অমান্য করলে ৫ বছরের জন্য হাজতবাস করতে হতে পারে, কিংবা ভরতে হতে পারে বেশ মোটা টাকার জরিমানা।