নিজস্ব প্রতিবেদন: যেমনটা জানা গিয়েছিল, ঠিক তেমনটাই হতে চলেছে। আইপিএলের দ্বিতীয় পর্বের দিনক্ষণ স্থির করে ফেলেছে বিসিসিআই। জানা যাচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মরুদেশে শুরু হবে আইপিএলের দ্বিতীয় পর্ব। ফাইনাল হবে ১৫ অক্টোবর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ সংস্থা এএনআই-কে বোর্ডের এক আধিকারিক বলেন, "এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের আলোচনা খুব ভাল হয়েছে। বিসিসিআই-এর বিশেষ সাধারণ বৈঠকের (এসজিএম) আগেই ওরা আমাদের মৌখিক ভাবে সম্মতি জানিয়ছে আইপিএল আয়োজন করার ব্যাপারে। দ্বিতীয় পর্যায়ে মরসুমের প্রথম ম্যাচ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল হবে ১৫ অক্টোবর। বিসিসিআই সবসময় চেয়েছিল ২৫ দিনের উইন্ডোর মধ্যে শেষ করতে টুর্নামেন্ট।" 


আরও পড়ুন: IND VS NZ WTC21 Final: এই মাঠেই হবে হাইভোল্টেজ মহারণ, সেরে নিন বিরাটদের হোটেল ও স্টেডিয়ামের ভার্চুয়াল ট্যুর


বোর্ডের ওই কর্তা আরও জানিয়েছেন যে, বিসিসিআই অধিকাংশ বিদেশি ক্রিকেটারদের পাওয়ার ব্যাপারেও নিশ্চিত। যদি কয়েকজন খেলতে না পারেন, তাহলে সেই বুঝে বিসিসিআই ভবিষ্যতে সিদ্ধান্ত নেবে। বিসিসিআই ফের একটা দুর্দান্ত আইপিএল আয়োজন করার ব্যাপারে আশাবাদী। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। পুরো বিষয়টা তিনি তদারকি করছেন। 


শুধু আইপিএল নয়, জানা যাচ্ছে করোনার কথা মাথায় রেখে ভারত থেকে টি-২০ বিশ্বকাপও সরে যাচ্ছে মরুদেশে। অক্টোবরে ক্রিকেটের শো-পিস ইভেন্ট হবে এই দেশে। বিসিসিআই এই বিষয়ে ইতিমধ্যে অবগত করেছে আইসিসি-কে । এমনটাই রিপোর্ট বোর্ডের অন্দরমহলে। সংযুক্ত আরব আমিরশাহি সবসময় ভারতের ব্যাক-আপ হিসেবেই থাকে। এখন জানা যাচ্ছে আবু ধাবি, দুবাই এবং শারজা বাদে ওমানের রাজধানি মাসকাটকেও টি-২০ বিশ্বকাপের চতুর্থ ভেন্যু হিসেবে যোগ করা হয়েছে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)