নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের জার্সিতে স্বপ্নের অভিষেক হয়েছে ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar)। অজিভূমের বিশ্ববিখ্য়াত ক্রিকেট স্টেডিয়ামে গাব্বাতে কেরিয়ারের প্রথম টেস্ট খেলেন ওয়াশিংটন। আর অশ্বিন (R Ashwin) চোটের জন্য ছিটকে যাওয়ায় ওয়াশিংটনের কপাল খুলে যায়। টিম ম্য়ানেজমেন্টকে নিরাশ করেননি ২১ বছরের চেন্নাইয়ের অলরাউন্ডার। হাত ঘুরিয়ে চার উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ওয়াশিংটন দলের প্রয়োজনে জ্বলে ওঠেন। ব্যাট হাতে অনন্য ৬২ রান করেন তিনি। তৃতীয় ভারতীয় হিসাবে অভিষেক ম্যাচে হাফ-সেঞ্চুরি করার রেকর্ড করেন ওয়াশিংটন। এর পাশাপাশি দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে অভিষেক টেস্টে তিন উইকেট নেওয়ার রেকর্ডেও নিজের নাম লেখান তিনি। গাব্বার সুখের স্মৃতিকে এবার অন্যভাবে নিজের জীবনে জায়গা করে দিলেন ওয়াশিংটন। তাঁর পরিবারে এসেছে একটি নতুন পোষ্য়। ছোট্ট সেই কুকুরের নাম গাব্বা রাখলেন ওয়াশিংটন। নিজেই সেই ছবি ট্যুইট করেছেন ওয়াশিংটন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



সিরিজ জিতে দেশে ফিরেই বাবা এম সুন্দরের হাতে ৩০১ নম্বর টেস্ট ডেবিউ ক্যাপ তুলে দিয়েছিলেন ওয়াশিংটন। এম সুন্দরও ক্রিকেট খেলতেন। সম্ভাব্যদের তালিকায় থাকলেও অল্পের জন্য তামিলনাডুর হয়ে রঞ্জি খেলার সুযোগ পাননি তিনি। তাই নিজের বাবার হাতে জাতীয় দলের টুপি তুলে দেন ওয়াশিংটন। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কর ট্রফি জয়ের নেপথ্যে ছিলেন ভারতীয় দলের ৬ তরুণ তুর্কি ক্রিকেটার৷ বিদেশের মাটিতে ঐতিহাসিক পারফরম্যান্স করেছিলেন মহম্মদ সিরাজ, নবদীপ সাইনি, শার্দূল ঠাকুর, টি নটরাজন, ওয়াশিংটন সুন্দর ও শুভমান গিল। তাঁদের লড়াইয়ে অনুপ্রাণিত হন মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা লিমিটেডের চেয়ারম্যান আনন্দ মহীন্দ্রা। সকলকে Mahindra Thar SUV উপহার দেন তিনি।