নিজস্ব প্রতিবেদন: কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএলের (IPL 2021) প্রথম পর্বে সাতের মধ্যে পাঁচ ম্যাচই হেরেছে! লিগ তালিকায় সাত নম্বরে কেকেআর। কিন্তু নাইট অধিনায়ক অইন মর্গ্যান বলছেন যে, প্রতিপক্ষ হিসাবে তাঁরা ভয়ঙ্কর হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্বে। আগামিকাল নাইটদের মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। ম্যাচের আগেই বিরাটদের সাবধান করে দিলেন মর্গ্যান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে মর্গ্যান বলেন, "এক দিকেই আমাদের তাকাতে হবে। সেখান থেকেই আমরা সবটা নিয়ন্ত্রণ করব। আমাদের পিছন ফিরে তাকানোর কিছু নেই।  আমাদের ফলাফল চাই। এটা দলের সকলে জানে। ফ্যানেদের আমরা রোমাঞ্চকর ক্রিকেট উপহার দেব। কারণ আমরা ভয়ঙ্কর দল, যাদের হারানোর কিছু নেই।" দলের তরুণ ক্রিকেটারদের ওপর অগাধ আস্থা মর্গ্যানের। শুভমান গিলদের প্রসঙ্গে তাঁর মত, "তরুণরা প্রচুর ক্রিকেট খেলেছে, উন্নতি করছে খুব ভাল ভাবে। সবসময় ওরা ভাল ফর্মে থাকে। দেখতেও দারুণ লাগে। আশা করি ওরা ছন্দে ফিরবে।"


আরও পড়ুন: IPL 2021: মাঠে নামার আগেই পরিকল্পনার কথা জানিয়ে দিলেন ঋষভ পন্থ


অজি মহাতারকা প্যাট কামিন্স নেই দলে। তিনি দ্বিতীয় ভাগের আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন। কিন্তু মর্গ্যান বলছেন টিম সাউদি কামাল করতে পারেন। কেকেআর ক্যাপ্টেন বলেন,"সাউদি অসাধারণ আন্তর্জাতিক ক্রিকেটার। দীর্ঘদিন ধরে খেলছে। বিরাট অভিজ্ঞতা রয়েছে ওর। আইপিএলেও খেলেছে। দলের সঙ্গে দারুণ মানিয়ে গিয়েছে। আশা করি অবদান রাখবে টিমে।" গতবার কেকেআর কোয়ালিফাই করতে পারেনি। কিন্তু মর্গ্যান মনে করছেন আবু ধাবি থেকেই ঘুরে দাঁড়াবে তাঁর টিম।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)