নিজস্ব প্রতিবেদন: সেই ২০১২ সাল থেকে চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) খেলছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। মাঝে শুধু এক মরশুমের (২০১৬-১৭) জন্য তিনি গিয়েছিলেন গুজরাত লায়ন্সে (Gujarat Lions)। টিম ইন্ডিয়ার সুপারস্টার ও বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার শনিবার অর্থাৎ আজ থেকে সামলাবেন সিএসকে-র (CSK) দায়িত্ব। এমএস ধোনি (MS Dhoni) ক্যাপ্টেনসির ব্যাটন তুলে দিয়েছেন জাদেজার হাতে। দায়িত্বের হস্তান্তরের ওপর নিয়ে আমূল (Amul) এক দারুণ ক্রিয়েটিভ কু পোস্ট করেছে। যেখানে জাদেজাকে 'সুপারকিং' আখ্য়া দিয়েছে আমূল। প্রতিবারের মতো এবারও আমূল তাদের বিজ্ঞাপনে চমক রাখল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ধোনির অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে চেন্নাই বিবৃতিতে লিখেছিল, "এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রবীন্দ্র জাদেজার হাতে। ২০১২ সাল থেকে জাদেজা চেন্নাইয়ে অবিচ্ছেদ্য় অঙ্গ। তৃতীয় ক্রিকেটার হিসাবে সিএসকে-র নেতৃত্ব দেবেন তিনি। ধোনি এই মরশুমে এবং তার পরেও চেন্নাইয়ের হয়ে প্রতিনিধিত্ব করবে।"  আর কয়েক ঘণ্টার প্রতীক্ষা। তারপরেই পনেরোতম আইপিএলের ( IPL 2022) যবনিকা উঠবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium Mumbai)। শনির সন্ধ্যায় আইপিএল ফিফটিনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রানার্স কলকাতা নাইট রাইডার্স (CSK vs KKR, IPL 2022)। এখন দেখার জাদেজা নতুন ইতিহাস লিখতে পারেন কিনা!


আরও পড়ুন: IPL 2022: অধিনায়ক, ব্যাটার থেকে উইকেট কিপার, ছবিতে দেখুন Mahendra Singh Dhoni' একাধিক রেকর্ড


আরও পড়ুনCSK vs KKR, IPL 2022: 'Shreyas Iyer খেতাব জেতাবে KKR-কে'! বলছেন এই দুঁদে নাইট


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)