IPL 2022: ধোনির দলে তাঁর থেকেও দামি এই ক্রিকেটার! মুম্বইয়ে রোহিতের কাছাকাছি দাম পেলেন এই ব্যাটার
চমকে দেওয়া প্রত্যাবর্তনে টাকার গদিতে বসলেন যাঁরা
নিজস্ব প্রতিবেদন: আইপিএল নিলামের (IPL 2022 Auction, Day 1) প্রথম দিনের শেষে ৭৪ জন ক্রিকেটার দল পেয়েছিলেন। ফ্র্যাঞ্চাইজিদের মিলিত খরচ হয়েছিল ৩৮৮ কোটি ১০ লক্ষ টাকা। সবচেয়ে দামে বিক্রি হয়ে খবরে শিরোনামে এসেছিলেন কিশান (Ishan Kishan)। ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে ফের কিনে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে চেন্নাই সুপার কিংস নিলাম যুদ্ধে জিতে ফের দলে নিয়েছে দীপক চাহারকে (Deepak Chahar)।
আরও পড়ুন: IPL 2022 Auction Live Updates: নিলামে চার-ছক্কা হাঁকাচ্ছে পঞ্জাব, লিভিংস্টোনের পর ওডিন স্মিথ এল দলে
আরও পড়ুন: IPL 2022 Auction: ১৫ কোটি ২৫ লক্ষ টাকা পেয়ে সবাইকে ছিটকে দেওয়ার পর কী বললেন Ishan Kishan?
চাহারকে চেন্নাই দিচ্ছে ১৪ কোটি টাকা। ঘটনাচক্রে তিনি ক্যাপ্টেন ও কিংবদন্তি এমএস ধোনির থেকে পাচ্ছেন ২ কোটি টাকা বেশি। অন্যদিকে ঈশান প্রায় ছুঁয়ে ফেলেছেন আইপিএলের সবচেয়ে সফল ক্যাপ্টেন রোহিতকে। 'হিটম্যান'কে নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি ১৬ কোটি টাকায় রিটেইন করেছে। সেখানে 'ঘরের ছেলে' ঈশানকে ফেরাতে মুম্বই খরচ করল ১৫.২৫ কোটি! গতকাল সবচেয়ে দামি 'আনক্যাপড' (দেশের হয়ে যিনি খেলেননি) প্লেয়ার হয়েছেন আবেশ খান (Avesh Khan)। ১০ কোটি টাকায় দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস।