IPL 2022 Auction: `আমার জন্য তোমাদের বাজেট কত?` রাহুলকে প্রশ্ন শার্দূলের! দেখুন ভাইরাল ভিডিও
আইপিল নিলামের জ্বরে আক্রান্ত ভারতীয় ক্রিকেটাররা!
নিজস্ব প্রতিবেদন: একেবারে দরজায় কড়া নাড়ছে আইপিএল মেগা নিলাম (IPL 2022 Auction)। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি দু'দিন ধরে বেঙ্গালুরুতে চলবে ১০ দলের নিলাম অনুষ্ঠান। নিলাম জ্বরে কাবু ভারতীয় ক্রিকেটাররাও। সদ্যসমাপ্ত ভারত-দক্ষিণ আফ্রিকা সফরেও 'ক্রোড়পতি লিগ'-এর খেলোয়াড় বেচাকেনার প্রসঙ্গে উঠেছিল খাবারের টেবিলে। হোটেলে বসে আসন্ন আইপিএল নিলাম নিয়ে আলোচনা করছিলেন কেএল রাহুল (KL Rahul), শার্দূল ঠাকুর (Shardul Thakur) ও যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।
আইপিএল নিলামে সবার চোখ যে শার্দূলের দিকে থাকবে সেই নিয়ে কোনও সন্দেহ নেই। বছর তিরিশের মহারাষ্ট্রের অলরাউন্ডার বিগত চার মরশুমে চেন্নাই সুপার কিংসের দু'বার আইপিএল খেতাব জিতেছেন। এমএস ধোনির দলের অন্যতম তারকা ক্রিকেটার ছিলেন তিনি। বিগত কয়েক বছরে শার্দূল ভারতীয় দলেও প্রাণভোমরা হয়ে উঠেছেন। ব্যাটে-বলে কামাল করছেন প্রায় প্রতি ম্যাচেই। কিন্তু গতবারের চ্য়াম্পিয়ন ধোনির সিএসকে শার্দূলকে আর ধরে রাখেনি। তারা এই মরশুমে রবীন্দ্র জাদেজা (১৬ কোটি টাকা), এমএস ধোনি (১২ কোটি টাকা), মইন আলি (৮ কোটি টাকা) ও রুতুরাজ গায়কোয়াড়কে (৬ কোটি টাকা) ধরে রেখেছে। ফলে শার্দূল ফ্রি এজেন্ট। সব ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিতে ঝাঁপাবে।
আরও পড়ুন: IPL 2022: মেগা নিলামের আগে চেন্নাইতে হাজির ‘থালা’ Mahendra Singh Dhoni
অন্যদিকে কেএল রাহুলকেও ধরে রাখেনি প্রীতি জিন্টার কিংস পঞ্জাব। ময়ঙ্ক আগরওয়াল (১২ কোটি টাকা), অর্শদীপ সিংকে (৪ কোটি টাকা) ধরে রেখেছে পঞ্জাব। সঞ্জীব গোয়েঙ্কার লখনউ শহরের ফ্র্য়াঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস এই আইপিএলে অভিষেক করবে। তারা ১৭ কোটি টাকায় রাহুলকে ক্যাপ্টেন করেই দলে নিয়েছে। দক্ষিণ আফ্রিকায় হোটেলে বসে ক্যাপ্টেন রাহুলকে হাল্কা ছলেই শার্দূল প্রশ্ন ছু়ড়ে দেন, "আমাকে নেওয়ার জন্য় তোমাদের বাজেট কত?" যা শুনে রাহুল বলেন, "বেস প্রাইস"। রাহুলের পাশে বসা চাহাল তখন শার্দূলকে বলেন, "ভাই আমার ভগবানের দোহাই, কথাটা বেস প্রাইস, বাজেট নয়।" যা শুনে সকলেই হেসে গড়াগড়ি খান। এই ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে। অন্যদিকে আরসিবি বিরাট কোহলি (১৫ কোটি টাকা), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি টাকা) ও মহম্মদ সিরাজকে (৭ কোটি টাকা) ধরে রেখেছে এই মরশুমে। ২০১৪ থেকে আরসিবি-তে খেলা চাহালকে আর ধরে রাখেনি বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি। ফলে চাহালকেও খুঁজে নিতে হবে নতুন ঠিকানা।