নিজস্ব প্রতিবেদন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (U19 World Cup) জয়ী ভারতীয় দলের তরুণ তুর্কীরা রাতারাতি কোটিপতি হয়ে গেলেন! রবিবার আইপিএল নিলামের দ্বিতীয় দিনে (IPL 2022 Auction) রাজ অঙ্গদ বাওয়াকে (Raj Angad Bawa) ২ কোটি টাকায় দলে নিল পঞ্জাব কিংস (Punjab Kings)। রাজ যুব বিশ্বকাপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে। নিলামে ২০ লক্ষ টাকার বেস প্রাইজে থাকা রাজকে নিতে এদিন ইচ্ছাপ্রকাশ করেছিল মুম্বই ইন্ডিয়ান্সও। কিন্তু শেষ পর্যন্ত প্রীতির দল রাজকে তুলে নেয়। অলরাউন্ডার রাজ যুব বিশ্বকাপে ১০ ম্যাচ মিলিয়ে ২৫২ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১০০-র ওপর। গড় ছিল ৬৩.০০। উগান্ডার বিরুদ্ধে ১৬২ করে রেকর্ড করেছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IPL 2022 Auction: Dhoni-র সঙ্গে কথা হয়নি রিটেনশন নিয়ে, ১৪ কোটি দেখে ভয় পান Deepak Chahar!




আরও পড়ুন: IPL 2022 Auction Live Updates: Jofra Archer খেলবেন আইপিএল! ৮ কোটিতে এলেন মুম্বইয়ে


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী আরেক অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারগেকরও (Rajvardhan Hangargekar) কোটিপতি হয়ে গেলেন নিলামে। ১৯ বছরের মহারাষ্ট্রের ক্রিকেটার ১৪০-এর ওপর ধারাবাহিক ভাবে বল করতে পারেন। তাঁর গতিতে মোহিত হয়েছিল বাইশ গজ। পাশাপাশি রাজবর্ধন ব্যাট হাতেও পারেন কামাল দেখাতে। হাতে আছে বড় শট। চেন্নাই সুপার কিংস সাধারণ তিরিশের কোটায় থাকা ক্রিকেটারদেরই নিয়ে দল সাজায়। এবার সেই ট্রেন্ড ভেঙে তারা রাজবর্ধনকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী যশ ধুল তুলনামূলক কম দাম পেলেন। দুরন্ত ব্যাটারকে দিল্লি ক্যাপিটালস নিয়েছে ৫০ লক্ষ টাকায়।



 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)