IPL 2022: সোনার ছেলে Neeraj Chopra, বাকি অলিম্পিয়ানদের হাতে চেক তুলে দিল BCCI
চেক নিতে প্রথমে এগিয়ে আসেন সোনাজয়ী নীরজ চোপড়া। তাঁকে এক কোটি টাকার চেক তুলে দেন বিসিসিআই প্রধান। বক্সার লভলিনা বরগোঁহাই ব্রোঞ্জ জিতেছিলেন। তিনি পেলেন ২৫ লাখ টাকা। হকি দল পেল ১ কোটি টাকা। অধিনায়ক মনপ্রীত সিংয়ের হাতেও চেক তুলে দিলেন সৌরভ।
নিজস্ব প্রতিবেদন: পঞ্চদশ আইপিএল (IPL 2022) শুরুর আগে টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) পদকজয়ীদের পুরস্কৃত করল বিসিসিআই (BCCI)। শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নীরজ চোপড়া-সহ (Neeraj Chopra) একাধিক ভারতীয় অ্যাথলিটদের হাতে চেক তুলে দিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সঙ্গে ছিলেন সচিব জয় শাহ (Jay Shah), আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল-সহ অন্যান্য কর্মকর্তারা। অলিম্পিক শেষ হওয়ার পরেই পদকজয়ীদের জন্য পুরস্কারের কথা ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই অর্থই শনিবার তাঁদের হাতে তুলে দিল মহারাজের বোর্ড।
চেক নিতে প্রথমে এগিয়ে আসেন সোনাজয়ী নীরজ চোপড়া। তাঁকে এক কোটি টাকার চেক তুলে দেন বিসিসিআই প্রধান। বক্সার লভলিনা বরগোঁহাই ব্রোঞ্জ জিতেছিলেন। তিনি পেলেন ২৫ লাখ টাকা। হকি দল পেল ১ কোটি টাকা। অধিনায়ক মনপ্রীত সিংয়ের হাতেও চেক তুলে দিলেন সৌরভ।
আইপিএলের প্রথম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। এ বারের আইপিএলে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ধরা দিলেন পুরনো মারমুখী মেজাজে। মাত্র ৩৮ বলে ৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন তিনি। ফলে কঠিন পরিস্থিতি থেকে সিএসকে-কে পৌঁছে দিলেন সম্মানজনক জায়গায়। একটা সময় প্রবল চাপে থাকলেও ৫ উইকেটে ১৩১ রানে ইনিংস শেষ করল চেন্নাই। মারলেন সাতটি চার এবং একটি ছয়। জাদেজা ২৮ বলে ২৬ রানে মাঠ ছাড়েন।
আরও পড়ুন: IPL 2022, KKRvsCSK: বাইশ গজে ফের 'মাহি মার রাহা হ্যায়', ফের পুরনো মেজাজে Mahendra Singh Dhoni
আরও পড়ুন: Sheldon Jackson-এর বিদ্য়ুৎ বেগে স্টাম্পিং! Dhoni-র কথা মনে পড়ল Tendulkar-এর